ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতন ॥ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের স্মারকলিপি

প্রকাশিত: ২৩:১২, ২৪ সেপ্টেম্বর ২০২০

পাকিস্তানে সংখ্যালঘু নির্যাতন ॥ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ॥ পাকিস্তানে খ্রীস্টান ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধের দাবিতে বুধবার ঢাকায় পাকিস্তান হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন। স্মারকলিপিতে দাবি করা হয়েছে, পাকিস্তানে ব্লাসফেমি আইনের অপব্যবহার করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন এমনকি মৃত্যুদ- প্রদান বেড়ে গেছে, যা সুস্পষ্ট মানবাধিকার। ব্লাসফেমি আইনে মৃত্যুদ- প্রাপ্তদের মার্জনাপূর্বক জীবন রক্ষার দাবিও জানানো হয়েছে স্মারকলিপিতে। বুধবার স্মারকলিপি প্রদানের পূর্বে র‌্যালি ও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির সভাপতি, প্রাক্তন রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মি. নির্মল চ্যাটার্জী, বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভদন্ত সুনন্দপ্রিয় ভিক্ষু, এ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মি. থিওফিল রোজারিও প্রমুখ। বক্তব্যের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান আহমেদ খান নিয়াজি বরাবরে লিখিত স্মারকলিপি এবং তার অনুলিপি পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী ও স্পীকার আসাদ কাওসার মহোদয়ের উদ্দেশে প্রেরণের জন্য পাকিস্তান হাইকমিশনের পক্ষে উপ-পুলিশ কমিশনার ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে।
×