ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাভারে স্কুলছাত্রী নিলা হত্যার আসামিরা তিন দিনেও গ্রেফতার হয়নি

প্রকাশিত: ২৩:১১, ২৩ সেপ্টেম্বর ২০২০

সাভারে স্কুলছাত্রী নিলা হত্যার আসামিরা তিন দিনেও গ্রেফতার হয়নি

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ সেপ্টেম্বর ॥ সাভারে দশম শ্রেণীতে পড়ুয়া নিলা রায়কে (১৪) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন দিনেও গ্রেফতার হয়নি অভিযুক্ত আসামিরা। এদিকে সোমবার সাভার মডেল থানায় নিহতের বাবা নারায়ণ রায় বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলোÑ পৌর এলাকার কাজী মোকমা পাড়ার বাসিন্দা মিজানুর রহমান (২০), তার বাবা মোঃ আব্দুর রহমান ও মা আয়েশা সিদ্দিকা। নিলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এ্যাসেড স্কুলে দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে লেখাপড়া করত। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে নিলাকে রিক্সা থেকে নামিয়ে পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার সাভার গার্লস স্কুলের পেছনে আব্দুর রহমানের (মিজানুরের বাবা) মালিকানাধীন পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় মিজানুর। এ সময় নিলার সঙ্গে থাকা তার ভাই অলককে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয় মিজানুর। নিলার ভাই অলক বলেন, এর কিছুক্ষণ পর আমি আমার বোন নিলাকে খুঁজতে এলে দেখতে পাই এক দল মানুষ মিজানুরকে ধরার চেষ্টা করছে। এসময় মিজানুর রক্তাক্ত অবস্থায় হাতে ছুরি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ওই এলাকায় পরিত্যক্ত ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় নিলাকে প্রথমে প্রাইম হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে এনাম মেডিক্যাল হাসপাতালে রেফার করে। পরে সেখান থেকে এনাম মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে আমার বোনের মৃত্যু হয়। নিহতের স্বজনদের দাবি, দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল নিলাকে। ফেসবুকে তার বন্ধু হয়ে চ্যাট করতে বলা হতো। পথে দাঁড়িয়ে নিলাকে জড়িয়ে ধরিয়ে ছবি তুলত মিজানুর। বিষয়টি একাধিকবার মিজানুরের পরিবারকে জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একপর্যায়ে রবিবার রাতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিলাকে ছুরিকাঘাত করে হত্যা করে মিজানুর। সরেজমিনে মঙ্গলবার সকালে ঘটনাস্থল ঘুরে জানা গেছে, মিজানুর তার বন্ধুদের নিয়ে দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত বাড়িতে মাদক সেবনসহ নানা অপকর্ম করে আসছিল। বিষয়টি প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও নেয়া হয়নি কোন ব্যবস্থা। এর আগেও একই স্থানে একটি হত্যার ঘটনা ঘটেছিল। এদিকে আজ দুপুরে সংঘটিত হত্যাকা-ের ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি পুলিশের সদস্যরা। মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) ওসি নির্মল চন্দ্র সাহা জানান, অভিযুক্ত হত্যাকারী মিজানুরকে আটক করা এখনও সম্ভব হয়নি। তবে তাকে আটকের অভিযান চলছে।
×