ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে হত্যা মামলায় কাঠমিস্ত্রির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ২১:৩২, ২৩ সেপ্টেম্বর ২০২০

কুড়িগ্রামে হত্যা মামলায় কাঠমিস্ত্রির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত কাঠমিস্ত্রি হত্যা মামলায় করিম মিয়া (২৫) নামে আরেক কাঠমিস্ত্রিকে মৃত্যুদণ্ড দিয়েছে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল মান্নান এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপার দক্ষিণ মরাকাটা গ্রামের কাছুয়া মামুদের পুত্র করিম মিয়ার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করত একই এলাকার আবেদ আলীর পুত্র আদম আলী (১৯)। ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিমের কাছে পাওনা টাকা চাইতে গেলে বচসার এক পর্যায়ে বাটাল দিয়ে আদম আলীর পেটে ও কপালে আঘাত করে করিম মিয়া। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের বাবা আবেদ আলী কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত মামলার একমাত্র আসামি করিম মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। কুষ্টিয়ায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, চাঞ্চল্যকর মিঠুন হোসেন হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন এবং স্ত্রীসহ অপর দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে কুষ্টিয়া জজ আদালতে বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি কুষ্টিয়া শহরের ঢাকা ঝালুপাড়া এলাকার মৃত মওলা মণ্ডলের ছেলে শিমুল হোসেন। তাকে যাবজ্জীবন ছাড়াও ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
×