ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাতিল হলো সাউদিয়া এয়ারের সিডিউল ফ্লাইট

প্রকাশিত: ২১:৩৯, ২১ সেপ্টেম্বর ২০২০

বাতিল হলো সাউদিয়া এয়ারের সিডিউল ফ্লাইট

স্টাফ রিপোর্টার ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে সিডিউল ফ্লাইট চালানোর অনুমতি না দেয়ায় বাতিল করা হয়েছে সাউদিয়া এয়ারের পূর্ব ঘোষিত সিডিউল ফ্লাইট। এ বিষয়ে ঢাকায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ১ অক্টোবর থেকে সিদ্ধান্তটি কার্যকর হবে। এর আগে সৌদি এ্যারাবিয়ান এয়ারলাইন্স জানায়, ২৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করা হবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি পায় সংস্থাটি। রবিবার এ সিদ্ধান্ত বাতিল করে বেবিচক। বৃহস্পতিবার সৌদি আরবে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হঠাৎ বাংলাদেশের তরফ থেকে এ ধরনের ঘোষণা দেয়ায় সাউদিয়া এয়ারের কোন প্রতিক্রিয়া জানা যায়নি। জানা গেছে, করোনা মহামারীতে নিয়মিত ফ্লাইট স্থগিত থাকায় বিপুলসংখ্যক বাংলাদেশী শ্রমিক আটকে থাকার বিষয়টি বিবেচনা করে প্রতি সপ্তাহে দুটির বেশি ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছিল সৌদি এ্যারাবিয়ান এয়ারলাইন্স। কিন্তু বেবিচক তাদের সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২১ সেপ্টেম্বর থেকে সৌদি আরবের তিন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সিডিউল ঘোষণা করেছিল। এমন সিদ্ধান্তের একদিন পরই বিমান জানায়, সৌদি কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছিল। সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। পরবর্তীতে যথা সময়ে ফ্লাইট সংক্রান্ত তথ্য জানিয়ে দেয়া হবে। করোনার সংক্রমণ শুরু হলে গত মার্চ মাস থেকে সৌদি আরবের সঙ্গে প্লেন চলাচল বন্ধ হয়ে যায়। করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় সৌদি আরব গত ১৫ তাদের আন্তজার্তিক বিমানবন্দরগুলো সীমিতকারে খুলে দেয়। তারপরই ঢাকায় সপ্তাহে দুটো ফ্লাইট চালানোর অনুমোদন চাইলে বেবিচক তাতে সম্মতি দেয়। সে অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর দুটো ফ্লাইট অপারেট করার জন্য টিকেটও বিক্রি করে। একই সময়ে বিমানও সপ্তাহে দুটো সিডিউল অপারেট করার অনুমতি চাইলেও তাতে রাজি হয়নি সৌদি আরব কর্তৃপক্ষ। এ খবরে ঢাকায় অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনা দেখা দেয়। এতে বেবিচক বেশ চাপের মুখে পড়ে। উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বেবিচক আন্তঃ মন্ত্রণণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকে আগামী ১ অক্টোবর থেকে ঢাকায় সাউদিয়া এয়ারের সিডিউল ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়।
×