ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রায়ের সার্টিফায়েড কপি জালিয়াতি ॥ চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রকাশিত: ২১:১৬, ২১ সেপ্টেম্বর ২০২০

রায়ের সার্টিফায়েড কপি জালিয়াতি ॥ চারজনের বিরুদ্ধে মামলার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ঝিনাইদহে ধর্ষণ মামলার এক রায়ের সার্টিফায়েড কপি জালিয়াতির ঘটনায় আসামি কবীর বিশ্বাসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় চট্টগ্রাম কারাগারের সাবেক জেলার সোহেল রানা বিশ্বাসকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এসব আদেশ দিয়েছে। ঝিনাইদহে ধর্ষণ মামলার এক রায়ের সার্টিফায়েড কপি জালিয়াতির ঘটনায় আসামি কবীর বিশ্বাসসহ চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে কোন আইনজীবী এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেয়। হাইকোর্টে উপস্থাপিত জামিন আবেদনের নথিতে উল্লেখ করা হয়, আসামি কবির বিশ্বাসের সাজা হয়েছে সাত বছর। অথচ এই মামলায় একমাত্র সাজা যাবজ্জীবন। এতে আদালতের সন্দেহ হয়। শুনানি শেষে আসামি কবির বিশ্বাস, কারা কনস্টেবল বিশ্বজিত ও খাইরুল এবং তদবিরকারক চান্দালির বিরুদ্ধে জালিয়াতির মামলার নির্দেশ দেয় হাইকোর্ট। বরখাস্ত জেলার সোহেল রানার ৬ মাসের জামিন ॥ চট্টগ্রাম কারাগারের সাবেক জেলার সোহেল রানাকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ জামিন মঞ্জুর করে। তবে এই জামিন স্থগিত চেয়ে আপীল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী এ্যাডভোকেট খুরশীদ আলম খান। এর আগে এ মামলায় গত ১৬ জুন সোহেল রানাকে জামিন দিয়েছিল হাইকোর্ট। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন দেয়া হয়েছিল তাঁকে। ওই জামিন গত ২৩ জুন স্থগিত করে দেয় আপীল বিভাগ। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) সোহেল রানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এ অবস্থায় গত ২৩ জুলাই নিম্ন আদালতে জামিন আবেদন করেন সোহেল রানা। ওই আদালত আবেদনটি খারিজ করলে আবার হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। তাঁর পক্ষে আইনজীবী ছিলেন নাহিদ সুলতানা যুথী ও সাকিলা রওশন। দুদকের পক্ষে আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। ভৈরব রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানাকে একটি ব্যাগসহ ২০১৮ সালের ২৭ অক্টোবর গ্রেফতার করা হয়।
×