ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলছে পাঁচটি ॥ সন্ধ্যার পর বন্ধ

প্রকাশিত: ২১:১২, ২১ সেপ্টেম্বর ২০২০

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলছে পাঁচটি ॥ সন্ধ্যার পর বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ সেপ্টেম্বর ॥ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের পদ্মা সেতুর নিজস্ব চ্যানেল দিয়ে পাঁচটি ফেরি চলাচল করছে। রবিবার সকাল ৬টা থেকে পাঁচটি কে টাইপ ফেরি ধারণ ক্ষমতার কম যানবাহন পারাপার করছে। তবে পদ্মা সেতু পয়েন্টে এখনও নাব্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ থাকায় দিনের বেলা ফেরিগুলো হালকা যানবাহন নিয়ে অধিক সতর্কতার সঙ্গে চলাচল করছে। সন্ধ্যার পর ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে। ফেরি চলাচল অচলাবস্থার কারণে এখনও কাঁঠালবাড়ি ঘাটে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে থাকায় চালক ও শ্রমিকরা দুর্ভোগ পোহাচ্ছেন। নাব্য সঙ্কটের কারণে রো রো ফেরি ও টানা ফেরি (ডাম্ব) বন্ধ রয়েছে। কয়েকদিন আগে একটি রো রো ফেরি পরীক্ষামূলকভাবে চালু করলেও ডাম্ব ফেরি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। গত প্রায় তিন মাস ধরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া পথে অচলাবস্থার কারণে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। কবে নাগাদ এই রুট স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তা কেউ বলতে পারছে না। বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ সংবাদ সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করলেও কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আবদুল আলিম সব সময় তার মোবাইল (০১৭২১৭৭০৮৯৬) বন্ধ রাখেন। কখনও খোলা পেলেও ব্যস্ততা দেখিয়ে লাইন কেটে দেন। এতে তার বক্তব্য পাওয়া যায় অস্পষ্ট। যে কারণে সঠিক তথ্যের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকার পর অন্যদের ওপর নির্ভর করতে হয়। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের সহকারী ম্যানেজার জামিল হোসেন সাংবাদিকদের বলেন, ‘১৪টি ফেরির মধ্যে সকাল থেকে তিনটি কে-টাইপ ও দুটি মিডিয়াম ফেরি কাকলি, কিশোরী, কুমিল্লা, ফরিদপুর, ক্যামেলিয়া চালু রয়েছে। সঙ্কট নিরসনে নদীতে ড্রেজিং চলছে। কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়া ঘাটে পৌঁছাতে যানবাহন নিয়ে একটি ফেরির সময় লাগছে এক ঘণ্টা ৩০ মিনিট। সন্ধ্যার পর ফেরি চলাচল বন্ধ থাকবে।’ বিআইডব্লিউটিসি’র (শিমুলিয়া) মেরিন অফিসার আহমেদ আলী সাংবাদিকদের বলেন, ‘পদ্মা সেতু পয়েন্টে নাব্য পরিস্থিতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখা হচ্ছে।’
×