ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বামী নিয়ে দুই স্ত্রীর টানাটানি

প্রকাশিত: ২১:১২, ১৮ সেপ্টেম্বর ২০২০

স্বামী নিয়ে দুই স্ত্রীর টানাটানি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ স্বামী নিয়ে দুই বউয়ের বিরোধে রিয়াদ আহমেদকে যেতে হলো পুলিশের খাঁচায়। সেইসঙ্গে ছোট বউ শিরিনা আক্তারকে হাজতে যেতে হয়েছে। গত বুধবার রাতে যশোর শহরের চার খাম্বার মোড়ে রিয়াদকে নিয়ে ওই বিরোধ বাধে। রিয়াদ যশোরের আবাসিক হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের গার্ড। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, বুধবার রাতে পুলিশ দেখতে পায় চারখাম্বার মোড়ে এক নারী ও এক পুরুষ বিরোধে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আরও এক নারী এক শিশুকে নিয়ে হাজির। তারা সকলেই বিরোধে লিপ্ত। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, কিশোরগঞ্জে ভৈরব উপজেলার আমলাপাড়া কমলপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে রিয়াদ। ১০ বছর আগে তিনি যশোর ষষ্ঠিতলাপাড়ায় বিয়ে করেন। তার তিনটি সন্তান আছে। বছর চারেক আগে তিনি ঢাকায় থাকতেন। সেখানে একটি হোটেলের ড্যান্সার শিরিনা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। শিরিনা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আমলাপাড়া কমলপুর গ্রামের হযরত আলীর মেয়ে। একই গ্রামের বাসিন্দা হওয়ায় তারা অন্তরঙ্গ হন। এরপর তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিন পর রিয়াদ যশোরে চলে আসেন এবং চারখাম্বার মোড়ের ওরিয়ন ইন্টারন্যাশনাল হোটেলের গার্ড পদে চাকরি নেন। শিরিনা অনেক জায়গায় খোঁজ করে রিয়াদের সন্ধান পায়নি। এক পর্যায়ে যশোরে তার ঠিকানায় আসে। বুধবার রাতে হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালের সামনে চারখাম্বার মোড়ে তাদের দেখা হয়। শিরিনা সে সময় রিয়াদকে ঢাকায় নেয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকে। এক পর্যায়ে রিয়াদের বড় স্ত্রীও ঘটনাস্থলে পৌঁছান এবং বিরোধে জড়িয়ে পড়েন। পরে পুলিশ রিয়াদকে থানায় নিয়ে যেতে চাইলে তার দুই স্ত্রীও থানায় যেতে চান। পরে শিরিনা ও রিয়াদকে থানায় নেয়া হয়। সেই সঙ্গে শিরিনার অপর এক সঙ্গী ফাতেমাকে (১৯) থানায় নেয়া হয়। ফাতেমা ও শিরিনা একই গ্রামের বাসিন্দা। তারা বর্তমানে ঢাকায় একই জায়গায় থাকেন। শেখ তাসমীম আলম জানিয়েছেন, রিয়াদ কোনভাবে তার ছোট স্ত্রীর সঙ্গে যাবে না। তার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে নিতে চান। দুইজনের বিরোধ নিষ্পত্তি করতে না পেরে তাদের আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
×