ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

রজনীকান্ত সেন স্মরণানুষ্ঠান ‘শোনাও তোমার অমৃতবাণী’

প্রকাশিত: ২১:৩৮, ১৪ সেপ্টেম্বর ২০২০

রজনীকান্ত সেন স্মরণানুষ্ঠান ‘শোনাও তোমার অমৃতবাণী’

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশে তখন চলছে ব্রিটিশ শাসন। ভিনদেশী দখলদারদের হটাতে গড়ে উঠেছে স্বদেশী আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে বিলেতি পণ্য বর্জন করে স্বদেশী পণ্য গ্রহণের আহ্বান জানানো হলো। সেই প্রেক্ষাপটে রচিত হলো স্বদেশের গান- মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই; দীন দুখিনি মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই ...। আন্দোলনকে আলোড়িত করা এই গানটি লিখেছিলেন রজনীকান্ত সেন। পঞ্চকবির অন্যতম এই গীতকবির এমন অনেক গান আজও বাঙালীর আন্দোলন-সংগ্রামে হয়ে ওঠে প্রেরণার উৎস। দেশপ্রেমের পাশাপাশি তার ভক্তিমূলক সঙ্গীতের বাণীতে আপ্লুত হয় শ্রোতার অন্তরাত্মা। রবিবার ছিল কালোত্তীর্ণ এই কবি, গীতিকার ও সুরকারের ১১০তম প্রয়াণবার্ষিকী। বিদায়ী দিনটিতে তারই রচিত গানের সুরে নিবেদন করা হলো শ্রদ্ধাঞ্জলি। সান্ধ্যকালীন স্মরণানুষ্ঠানটির শিরোনাম ছিল ‘শোনাও তোমার অমৃতবাণী’। করোনাকালে ভার্চুয়াল মাধ্যমে সঙ্গীতানুষ্ঠানটির আয়োজন করে সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ। পরিষদের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় এ অনুষ্ঠান। মহামারীর দুঃসময়ে সংস্কৃতির আলোয় মানসিক শক্তি চাঙ্গা রাখতে পরিষদ আয়োজিত সঙ্গীতানুষ্ঠানের ২৬তম পর্ব ছিল এটি। এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বিশ্বজিৎ রায়, শ্রেয়সী রায় ও মাহমুদ সেলিম। বিশ্বজিৎ রায়ের পরিবেশনার মাধ্যমে সঙ্গীতাসরের সূচনা হয়। উচ্চারিত হয় পার্থিব জীবনের চাওয়া-পাওয়ার কথা। দরদী কণ্ঠে গীত হয়- ওরা চাহিতে জানে না দয়াময়/ওরা চাহে ধন, জন, আয়ু, আরোগ্য বিজয়...। এরপর এই শিল্পী একে একে গেয়ে শোনান ‘আমি দেখেছি জীবন ভরে’, ‘ওমা কোলের ছেলে’ ও ‘যদি পার হতে তোর’ শীর্ষক সঙ্গীত। পরিবেশনার শুরুতেই শ্রেয়সী রায় গেয়ে শোনান- শোনাও তোমার অমৃত বাণী/অধমে ডাকি, চারণে আনি...। এরপর এই শিল্পী গেয়ে শোনান আরও তিনটি সঙ্গীত। সেগুলোর শিরোনাম ছিল ‘ধীর সমীরে চঞ্চল নীরে’, ‘যেখানে সে দয়াল আমার’, ও ‘ধীরে ধীরে মোরে টেনে লও’। সুরের আলোয় অশুভকে মুছে দিয়ে মঙ্গলের বারতা দেন মাহমুদ সেলিম। গেয়ে শোনান- তুমি নির্মল কর মঙ্গল করে/মলিন মর্ম মুছায়ে/তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর/মোহ-কালিমা ঘুচায়ে...। এছাড়াও এই শিল্পী পরিবেশন করেন ‘কেউ নয়ন মুদে দেখে আলো’, ‘প্রেমে জল হয়ে যাও গলে’ ও ‘আমি অকৃতি অধম বলেও তো কিছু’ শিরোনামের সঙ্গীত। সব মিলিয়ে রজনীকান্ত রচিত ও সুরারোপিত ১২টি গানে সজ্জিত সঙ্গীতানুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত নজরুলসঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা।
×