ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় দেশে আরও ৩১ জনের মৃত্যু

প্রকাশিত: ২১:৩৪, ১৪ সেপ্টেম্বর ২০২০

করোনায় দেশে আরও ৩১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩১ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ১৪৭৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪৭৩৩ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২৩৭২ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৯৯ টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ লাখ ২৮ হাজার ৪৮০টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ৩৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৩০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪০ শতাংশ। রবিবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন এবং ৬০ বছরের বেশি বয়সী ২১ জন রয়েছেন। তাদের বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় ১ জন, সিলেটে ২ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহে ১ জন রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২০৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ১৩৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৯৯ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৫৮ হাজার ৬৪৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৭৬ হাজার ৭৭৯ জনকে। আর প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ১৪০৩ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ১৯৩৬ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ৩৯৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৯১৮ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৪৯ হাজার ৫২৫ জন।
×