ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাচ্চাদের টিকা

প্রকাশিত: ২২:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২০

বাচ্চাদের টিকা

* এখন করোনাকালে বাচ্চাদের টিকাদান কর্মসূচী ব্যাহত হচ্ছে। * কিন্তু এই টিকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। * টিকা ব্যাহত হলে বাচ্চাদের ইনফেকশাস রোগের সংখ্যা বৃদ্ধি পেতে পারে, বেড়ে যেতে পারে শিশু মৃত্যুর হার। * যেখান থেকে যে টিকা বাদ পড়ল সেখান থেকে টিকা দেয়া শেষ করতে হবে। * মনে রাখতে হবে ২৩ মাস বয়স পর্যন্ত যেকোন শিশু যেকোন টিকা দিতে পারে। * তাই যাদের যে টিকা বাদ পড়ল শীঘ্রই সে টিকা দেয়ার ব্যবস্থা করুন। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×