ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ধাপের পরীক্ষায় সব ক্রিকেটার ‘নেগেটিভ’

প্রকাশিত: ২৩:৩৪, ১০ সেপ্টেম্বর ২০২০

দ্বিতীয় ধাপের পরীক্ষায় সব ক্রিকেটার ‘নেগেটিভ’

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমধাপের পর বিসিবির দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা হয়। এবার সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হয়। প্রথমধাপে সোমবার ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা করিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর দ্বিতীয় ধাপে মঙ্গলবার আবারও কোভিড-১৯ টেস্ট করা হয়। এবারের পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ এসেছে। প্রথম ধাপে ক্রিকেটাররাও পরীক্ষা দেন। কিন্তু দ্বিতীয় ধাপে শুধু সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসনের করোনা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ দুইজনের পরীক্ষার ফল জানা যাবে। এ বিষয়ে দেবাশীষ চৌধুরী বলেন, ‘দ্বিতীয় দিনের সবার (কোভিড-১৯ টেস্টের) ফলাফল ভাল। আমার জানা মতে এবার ক্রিকেটাররা (করোনা পরীক্ষা) করেনি, শুধুমাত্র সাপোর্টিং স্টাফরা করেছেন। যারাই করেছে সবাই নেগেটিভ। এছাড়া মিঠুনের (নমুনা) আজকে (বুধবার) নেয়া হয়েছে। আজকে (বুধবার) দুজনের পরীক্ষা করা হয়েছে। মিঠুনের আর ওটিস গিবসনের।’ দ্বিতীয় ধাপে আট সাপোর্ট স্টাফ পেয়েছেন করোনা নেগেটিভ সার্টিফিকেট। সোমবার জাতীয় দলের ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষা হয়েছিল। এবার আরও আটজনের করোনা পরীক্ষা করা হয়। মোট ৩২ জনের করোনা পরীক্ষার ফল আসে। মিঠুন ও গিবসনের ফল এখন জানার অপেক্ষা। তাতে করে মোট ৩৪ জনের করোনা পরীক্ষা করা হলো।
×