ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজ্জাক ফকির হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বহাল

প্রকাশিত: ২৩:০২, ৮ সেপ্টেম্বর ২০২০

রাজ্জাক ফকির হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড বহাল

স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের তারাকান্দার রাজ্জাক ফকির হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া চারজনের মধ্যে তিন জনের মৃত্যুদ- বহাল রেখেছে হাইকোর্ট। অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহত প্রত্যেক পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতি পূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রাজ্জাক ফকির হত্যা মামলায় তিন জনের মৃত্যুদ- বহাল রেখেছে হাইকোর্ট। অপরজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ- প্রদান করেছে আদালত। মৃত্যুদ- বহাল আসামিরা হলেন মীর জাহান,এমদাদুল হক এনদা ও আনিসুর রহমান। বিচারিক আদালতে মৃত্যুদ-প্রাপ্ত আসামি জিয়ারুল হককে সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়া হয়েছে। ডেথ রেফারেন্স ও আসামিদের আপীলের শুনানি শেষে সোমবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মোঃ আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টেও বেঞ্চ এ রায় প্রদান করেছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বশির আহম্মেদ। আসামিদের পক্ষে ছিলেন এস এম শাহজাহান ও ফজলুল হক খান ফরিদ। আইনজীবীরা জানান, ২০০৮ সালের ১৫ অক্টোবর রাতে ময়মনসিংহের হালুয়াঘাট সড়কে তারাকান্দার মধুপুর বাজার থেকে স্থানীয় এক ব্যবসায়ীকে নিয়ে ময়মনসিংহে যাচ্ছিলেন ভ্যানচালক আব্দুর রাজ্জাক। এ সময় আব্দুর রাজ্জাকের ভ্যানের গতিরোধ করে নৃশংসভাবে হত্যা করেন আসামিরা। পরে তার কাছে থাকা ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এর পর ঐ দিন রাতেই ঘটনাস্থল থেকে আসামি মীর জাহানকে আটক করে পুলিশ। মামলার সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারিক আদালত ২০১৫ সালের ৪ মে চার আসামিকে মৃত্যুদ- প্রদান করে। পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। মসজিদে বিস্ফোরণে ক্ষতিপূরণ চেয়ে রিট ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহত প্রত্যেক পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় কার কি দায়, কার অবহেলা বা কার ভুল তা নিরূপণের নির্দেশনা চাওয়া হয়েছে। সোমবার জনস্বার্থে সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই য়াম খন্দকার রিটটি দায়ের করেন। রিটকারীর পক্ষে এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রিট আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় উপস্থাপন করেন।
×