ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার দূরদর্শিতায় বার বার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ ॥ মতিয়া

প্রকাশিত: ০০:১৬, ৬ সেপ্টেম্বর ২০২০

শেখ হাসিনার দূরদর্শিতায় বার বার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ ॥ মতিয়া

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই শত সঙ্কট মোকাবেলা করে বার বার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। করোনাসহ সকল সঙ্কট মোকাবেলায় তিনি প্রধানমন্ত্রীর পাশে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে বলেন, কোন সভ্য সমাজে তাদের (খুনীদের) জায়গা হতে পারে না। শীঘ্রই খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, ব্যারিস্টার জাকির আহমেদ, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মানিক লাল ঘোষ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান।
×