ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অকুস্থলে নসরুল হামিদ

মসজিদ মন্দিরের এসি ও বিদ্যুত সংযোগ পরীক্ষার নির্দেশ

প্রকাশিত: ২২:৫৭, ৬ সেপ্টেম্বর ২০২০

মসজিদ মন্দিরের এসি ও বিদ্যুত সংযোগ পরীক্ষার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সকল ধর্মীয় উপাসনালয়ের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং বৈদ্যুতিক লাইন পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় এসি বিস্ফোরণে হতাহতের পর শনিবার এই নির্দেশ দিয়েছে। শনিবার বিদ্যুত জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ নারায়ণগঞ্জের ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে যান। ঘটনা তদন্তে তদন্ত কমিটি করেছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার এ ছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী মামুন, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানসহ দুই কোম্পানির উর্ধতন কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ ঘটনায় কারও দায় থাকলে অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা হবে। একই সঙ্গে যেখানে অবৈধ লাইন রয়েছে সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়া হবে। এরপর তিনি ঢাকা মেডিক্যাল কলেজের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে গিয়ে আহতদের বিষয়ে খোঁজ নেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করার আশ^াস দেন। এদিকে ডিপিডিসির প্রধান প্রকৌশলী মজিবুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পৃথকভাবে তিতাস গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক আব্দুল ওহাবের নেতৃত্বে পাঁচ সদস্যের আরও একটি কমিটি গঠন করা হয়েছে। জানতে চাইলে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জনকণ্ঠকে বলেন, আমি গতরাত (শুক্রবার) দুইটা পর্যন্ত বিষয়টি মনিটর করেছি। ঘটনার পরপর আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছেন। আমরা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছি। শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে কি দেখলেন জানতে চাইলে বলেন, ডিপিডিসির কোন ত্রুটিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়নি। তারপরও বিষয়টি আরও পর্যবেক্ষণের জন্য তিন সদস্যর একটি কমিটি গঠন করেছি। সকল উপাসনালয়ের এসি পরীক্ষা নিরীক্ষার জন্য মন্ত্রণালয় আদেশ দিয়েছে এ বিষয়ে ডিপিডিসি কোন উদ্যোগ নিয়েছে কি না জানতে চাইলে বলেন, আমরা আজকেই এ সংক্রান্ত একটি আদেশ জারি করব। ডিপিডিসির সকল বিভাগীয় বিতরণ অফিস তিন দিনের মধ্যে উপাসনালয়ের এসব এসি পর্যবেক্ষণ করে আমাদের রিপোর্ট দেবে। ঘটনার পর অভিযোগ উঠেছে মসজিদের নিচের গ্যাস পাইপলাইন থেকে বুঁদবুঁদ আকারে গ্যাস বের হওয়ার খবর তিতাসকে জানানো হয়েছে। কিন্তু তিতাস গ্যাস বিতরণ কোম্পানির সংশ্লিষ্ট প্রতিনিধি স্থানীয় মসজিদে গেলেও তিনি কোন পদক্ষেপ নেননি। উল্টো ঘুষ না দিলে এই লাইন সংস্কার করবেন না এলাকাবাসী এমন অভিযোগও করছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা বলছে গ্যাস পাইপলাইন থেকে মসজিদের ভেতর গ্যাস জমে ছিল। মসজিদটিতে দুটি বিদ্যুতের লাইন ছিল। একটি লাইনে লোডশেডিং হওয়ার পর মোয়াজ্জিন অন্য লাইন চালু করতে গেলেই স্পার্ক হয় এতে আগুন ধরে যায়। এর আগেও গ্যাস লাইনে লিকেজের কারণে এমন দুর্ঘটনায় মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে বরাবরই দায় এড়িয়ে গেছে তিতাস গ্যাস বিরতণ কোম্পানি। কোথাও কোন দুর্ঘটনার পর কারও বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। সারা শহরজুড়েই তিতাস গ্যাস বিতরণ কোম্পানির সরবরাহ পাইপলাইন ছড়িয়ে রয়েছে। এসব পাইপলাইন নিয়মিত পর্যবেক্ষণ করা হয় না। মনিটরিং টিম থাকলেও কেন এগুলো করা হয় না তা নিয়ে কেউ জবাবদিহিও করে না সরকারী এই প্রতিষ্ঠানটিকে। তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী মামুন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের কমিটি কাজ শুরু করেছে। তদন্তের পরই বলা সম্ভব হবে আসলে কি ঘটেছিল। প্রতিমন্ত্রীর শোক ॥ নসরুল হামিদ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় বিস্ফোরণে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।
×