ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে লৌহজং চ্যানেলে দিনরাত চলছে ড্রেজিং

প্রকাশিত: ২২:২৩, ৫ সেপ্টেম্বর ২০২০

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে লৌহজং চ্যানেলে দিনরাত চলছে ড্রেজিং

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৪ সেপ্টেম্বর ॥ বৃহস্পতিবার কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় লৌহজং টার্নিং চ্যানেলে ৭টি ড্রেজার ড্রেজিং করছে। এদিকে পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে নাব্য সঙ্কটের কারণে ফেরি চলাচল বন্ধ থাকলেও চায়না চ্যানেলে এখনও ড্রেজিং শুরু হয়নি। ওই এলাকাটি সেতু কর্তৃপক্ষের অধিগ্রহণকৃত হওয়ায় সেতু বিভাগের একটি ড্রেজার ডুবোচর এলাকার কাছাকাছি এসে পৌঁছেছে। তবে এখনও ড্রেজিং শুরু করেনি তারা। কখন ড্রেজিং শুরু হবে কখন ফেরি চালু হবে তা নির্দিষ্টভাবে বলতে পারছে না বিআইডব্লিউটিএ। নৌরুটে এখনও বন্ধ রয়েছে ফেরি চলাচল। জানা গেছে, দীর্ঘদিন কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে এই নৌরুটে নাব্য সঙ্কটের কারণে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে বৃহস্পতিবার ২টি ফেরি আটকে গেলে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। এর আগে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে সকল চ্যানেল বন্ধ হয়ে গেলে পদ্মা সেতুর চায়না চ্যানেল দিয়ে সীমিত আকারে ৫ দিন ফেরি চলাচল করে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কয়েক শ’ পণ্যবাহী ট্রাক ও পরিবহন আটকে পড়ে। পরিবহনের যাত্রীরা ঘাটে এসে পড়ে বিপাকে। এ্যাম্বুলেন্স ও রোগীরা পড়েছেন চরম বিপাকে। লঞ্চ ও স্পীডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী হাসান আহমেদ বলেন, ‘পদ্মা সেতুর ২৫ নং পিলারের কাছে তাদের অধিগ্রহণকৃত এলাকা। সেখানে তারা ড্রেজার আনছে। এখনও ড্রেজিং শুরু হয়নি। সেতুর উজানে আমরা ২টি ড্রেজার বসাচ্ছি। লৌহজং টার্নিং চ্যানেলে ৭টি ড্রেজার দিয়ে রাত দিন ড্রেজিং চলছে।’ ২/৪ দিনের মধ্যে লৌহজং টার্নিং চ্যানেলটি চালু হবে বলে তিনি জানান।
×