ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ২২:১৬, ৫ সেপ্টেম্বর ২০২০

সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৬ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকার নবাবগঞ্জ এবং মাদারীপুর, নেত্রকোনা ও সীতাকুণ্ডে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণ ঝরেছে। এর মধ্যে নবাবগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও সিএনজি চালকসহ ৩ জন, মাদারীপুরে বাস খাদে পড়ে ১ জন এবং নেত্রকোনায় পল্লীচিকিৎসক ও সীতাকুণ্ডে সাংবাদিকের বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া মাদারীপুরে বাস খাদে পড়ার ঘটনায় আরও ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাঝিরকান্দা নিশকান্দা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহতরা হলেন সিএনজি ড্রাইভার আব্দুল খালেদ (২৬) ও জোসেফ বিপুল গমেজ (৪১) এবং স্ত্রী তন্দ্রা ফ্লোরেজ গমেজ (৩৮)। স্বামী-স্ত্রীর বাড়ি উপজেলার পুরাতন তুইতাল গ্রামে ও সিএনজি ড্রাইভারের বাড়ি ভোলা জেলার লালমোহনে। কিন্তু কর্মসূত্রে তিনি ঢাকার মোহাম্মদপুর থাকেন বলে জানা যায়। শুক্রবার বিকেলে নবাবগঞ্জের বান্দুরা থেকে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনমল্লিক পরিবহনের একটি বাস উপজেলার মাঝিরকান্দা নিশকান্দা ব্রিজের ঢালের মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে সিএনজি চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। পরে আহত আরও এক নারী যাত্রীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানা যায়। মাদারীপুর ॥ রাজৈরে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এ সময় অজ্ঞাত নামা (৩২) এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছে আরও ১৫ যাত্রী। মারাত্মক আহত ৫ জনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কালিবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কালিবাড়ি নামক স্থানে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে উল্টে পড়ে যায়। এ সময় এ সময় অজ্ঞাত নামা (৩২) এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। এতে আহত হয়েছেন আরও ১৫ যাত্রী। মারাত্মক আহত হনুফা বেগম (৩০) তার মেয়ে তানিয়া আক্তার (১০) সুমন শেখ (৩০) তাপস পাল (৩০) তপন কর্মকারকে (৫৮) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের প্রায় সবার বাড়ি বরিশাল এলাকায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নেত্রকোনা ॥ কেন্দুয়া উপজেলার তেলিগাতি-রামপুর সড়কের আশুজিয়া এলাকায় মোটরসাইকেল ও হ্যান্ডট্রলির সংঘর্ষে লিটন চন্দ্র দে (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটনের বাড়ি কেন্দুয়া উপজেলার নওপাড়া (পাক্কাঘাট) গ্রামে। লিটন চন্দ্র দে তার মোটরসাইকেলে চড়ে নওপাড়া থেকে আশুজিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ডট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ হ্যান্ডট্রলিটি আটক করেছে। নিহত লিটন পল্লীচিকিৎসক ছিলেন। সীতাকুণ্ড ॥ ট্রাকে কেড়ে নিল দৈনিক নয়া দিগন্ত সীতাকুণ্ড প্রতিনিধি নজরুল ইসলামের পিতা মোঃ রুহুল আমিন (৭১) নামে এক বৃদ্ধের প্রাণ। শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় সীতাকুণ্ড পৌরসদর ২নং ওয়ার্ড পন্থিছিলা এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা জেছে, শুক্রবার জুমার নামাজের আগে বাজার শেষে বাড়ি যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা মাদ্রাসার বিপরীত পাশে দ্রুতগতির একটি ট্রাক রুহুল আমিনকে ধাক্কা দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। চমেক হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর ডাক্তার মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
×