ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় সৌদি প্রবাসীকে হত্যার রহস্য উদঘাটন

প্রকাশিত: ২১:০৫, ২ সেপ্টেম্বর ২০২০

আশুলিয়ায় সৌদি প্রবাসীকে হত্যার রহস্য উদঘাটন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১ সেপ্টেম্বর ॥ আশুলিয়ায় সৌদি প্রবাসী সেন্টু সরকার হত্যাকা-ের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত শাকিল আহমেদ নামে এক যুবককে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত, শাকিল নোয়াখালীর বেগমগঞ্জ থানার মীরওয়ারিশপুর গ্রামের আবুল খায়ের চৌধুরীর ছেলে। তিনি ঢাকার চকবাজারে একটি কসমেটিক্স দোকানের কর্মচারী। হত্যাকা-ের ঘটনায় জড়িত মানিকগঞ্জ জেলার বাসিন্দা রাব্বী হোসেন নামে আরও এক যুবক পলাতক রয়েছে। আশুলিয়া থানা পুলিশ জানান, সোমবার বিকেলে হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাকিল ও রাব্বীর সঙ্গে সৌদি প্রবাসী সেন্টু সরকারের পরিচয় হয়। তারা তিনজনই সমকামী। কিন্তু রাব্বী ও শাকিলের সমকামিতার গভীর প্রেমঘটিত সম্পর্কে ফাটল সৃষ্টির চেষ্টা করে সেন্টু। সে কারণে তারা দু’জন সেন্টুকে হত্যার পরিকল্পনা করে। জিজ্ঞাসাবাদে শাকিল জানায়, গত ২২ আগস্ট রাতে শাকিল ও রাব্বী আশুলিয়ার মধুপুর এলাকায় সেন্টু সরকারের নির্মাণাধীন বাড়িতে আসে। সেখানে রাত্রিযাপন শেষে সেন্টুকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে দুর্বল করে হাত-পা বেঁধে ফেলে তারা দু’জন। পরে তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায় তারা। উল্লেখ্য, গত ২৫ আগস্ট বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ক-া মধুপুরের খন্দকারপাড়া এলাকায় নিজ নির্মাণাধীন বাড়ি থেকে সেন্টু সরকারের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
×