ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যৌন নিপীড়নের প্রতিবাদ করায় বাবাকে নির্যাতন

প্রকাশিত: ২১:২৯, ১ সেপ্টেম্বর ২০২০

যৌন নিপীড়নের প্রতিবাদ করায় বাবাকে নির্যাতন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৩১ আগস্ট ॥ উপজেলার পালাহার গ্রামে গার্মেন্টস কর্মী কিশোরী মেয়েকে (১৬) যৌন নিপীড়নের হাত থেকে বাঁচাতে গিয়ে বখাটের হাতে নির্র্যাতনের শিকার হয়েছেন এক বাবা (৪৫)। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রবিউল আউয়াল হৃদয়কে (১৮) গ্রেফতার করে সোমবার সকালে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে। নিপীড়নের শিকার কিশোরীর বাবা জানান, তার মেয়ে নান্দাইলের চ-ীপাশা এলাকায় অবস্থিত ‘টার্গেট নিট ফাইন’ নামে একটি পোশাক কারখানায় চাকরি করে। প্রতিদিন কারখানায় যাওয়া আসার পথে হৃদয় কয়েকজন সহযোগী নিয়ে মেয়েকে উত্ত্যক্ত করত। মেয়ের মুখে উত্ত্যক্তের কথা শোনার পর প্রায় সময় তিনি পাহারা দিয়ে মেয়েকে পাকা সড়ক পর্যন্ত এগিয়ে দিতেন। রবিবার কারখানা ছুটির পর রাত ৯টার দিকে সহকর্মী খালাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরার পথে আবুল কালামের পুত্র হৃদয় পথরোধ করে। এ সময় তার ওপর যৌন নিপীড়ন শুরু করে। এক পর্যায়ে টেনে সিএনজিতে তোলার চেষ্টা করে। তখন চিৎকার শুনে মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে তাকে মারধর করে পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়। ওই সময় হৃদয়ের হাতে লাঞ্ছিত হয়েছেন পালাহার গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন। তিনি জানান, ঘটনার সময় চিৎকার শুনে এগিয়ে এসেছিলেন।
×