ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়া বাদে বিশ্বের সর্বত্র করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে ॥ ডব্লিউএইচও

প্রকাশিত: ২২:৪৪, ২৬ আগস্ট ২০২০

এশিয়া বাদে বিশ্বের সর্বত্র করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে ॥ ডব্লিউএইচও

জনকণ্ঠ ডেস্ক ॥ মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও ধীরে ধীরে প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে মানুষ। এরই মধ্যে কয়েকটি দেশের টিকা তৈরির ঘোষণা আশার আলো দেখাচ্ছে। সম্প্রতি টিকার ট্রায়াল শুরুর ঘোষণা দিয়েছে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইউরোপের দেশ ইতালি। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এশিয়া ছাড়া বিশ্বজুড়ে কমেছে করোনা ভাইরাস। এদিকে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী এই ভাইরাসে মারা গেছেন ৮ লাখ ২০ হাজার ২৫ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৯ লাখ ৫১ হাজার ৯৪৯ জন। সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৬৪ লাখ ৭০ হাজার ৩১৭ জন। খবর বিবিসি, সিএনএন, রয়টার্স, এনডিটিভি, সিনহুয়া ও আলজাজিরার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনাভাইরাস মহামারীর বিস্তার অব্যাহত। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল ব্যতীত বিশ্বজুড়ে এই ভাইরাসে সংক্রমণ এবং মৃত্যুর গতি ধীর হয়েছে। সোমবার রাতে বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা এখনও সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে রয়েছে। গত সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় ৩৯ হাজার ২৪০ জনের প্রাণহানি ঘটেছে; যার ৬২ শতাংশই আমেরিকায়। একই সঙ্গে বিশ্বজুড়ে গত সপ্তাহে করোনায় আক্রান্তের প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত ২৩ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিশ্বজুড়ে করোনায় ১৭ লাখের বেশি মানুষ সংক্রমিত এবং ৩৯ হাজারের বেশি মারা গেছেন। এতে দেখা গেছে, বিশ্বজুড়ে আগের সপ্তাহের তুলনায় ৪ শতাংশ সংক্রমণ ও ১২ শতাংশ মৃত্যু হ্রাস পেয়েছে। ইতালির তৈরি টিকার ট্রায়াল শুরু ॥ ইতালির তৈরি করোনাভাইরাসের টিকার হিউম্যান ট্রায়াল অর্থাৎ মানবদেহে প্রয়োগ শুরু হয়েছে সোমবার থেকে। রোমের স্প্যালানজানি হাসপাতালে এদিন ৫০ বছর বয়সী এক মহিলার শরীরে প্রথম দেয়া হয়েছে এই টিকা। টিকাটির ট্রায়াল সফলভাবে শেষ হলে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করবে ইতালি। ইতালির তৈরি এই টিকা বিশ্বের যে ১৭০টি টিকার উন্নয়নে কাজ চলছে তার মধ্যে একটি। বিশ্বের কোটি কোটি মানুষকে মুক্তি দেয়ার মিছিলে যে কয়টি টিকা বেশ আশা জাগাচ্ছে সেই তালিকায় এই টিকাকেও রাখা হচ্ছে। ভারতে একদিনে মৃত ৮৪৮ ॥ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৪৮ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৮ হাজার ৩৯০ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় ৬০ হাজার ৯৭৫ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
×