ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৃক্ষ রোপণের মাধ্যমে বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ২৩:১৬, ২৫ আগস্ট ২০২০

বৃক্ষ রোপণের মাধ্যমে বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশসম্মত বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ সবুজ বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে সোমবার বৃক্ষের চারা রোপণ করার সময় তিনি এ আহ্বান জানান। খবর বাসসর। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মুজিববর্ষে এক কোটি গাছ লাগাব। এসডিজি অনুযায়ী আমাদের ২৫ ভাগ জমিতে গাছ লাগাব। আমাদের মাত্র ২২ দশমিক ৫ ভাগ জমিতে গাছ রয়েছে। এবার আমরা যে উদ্যোগ নিয়েছি আশা করছি ২০৩০ সালের বহু আগেই তা পূরণ করব। গাছ হচ্ছে জীবন। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্ডন-ডাই-অক্সাইড খেয়ে ফেলে। আমরা পৃথিবীর মধ্যে একটি অনুকরণীয় দেশ। কারণ আমাদের রয়েছে বিরাট সুন্দরবন। আমরা যদি সুন্দরবনকে মূল্যায়ন করতে পারতাম তাহলে ক্লাইমেট ফান্ড থেকে আমাদের কয়েক শ’ বিলিয়ন ডলার আয় হতো। আমাদের সারা সাউথ বেল্টে আমরা বিরাট রকমের বৃক্ষায়ন শুরু করেছি। বনায়নের ফলে বিভিন্ন দুর্যোগের সময় বাতাস বাধাগ্রস্ত হবে। ফলে দেশের ক্ষয়ক্ষতি কম হবে।’ তিনি বলেন, সুষ্ঠু জলবায়ু সম্পন্ন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১০-এর মধ্যে। এর কারণ হলো দেশের জনসংখ্যা অনেক বেশি। সমুদ্রের উচ্চতা যদি এক মিটার বাড়ে তাহলে পৃথিবীর প্রায় এক চতুর্থাংশ দেশ পানির নিচে চলে যাবে। তাই বেশি করে গাছ লাগানো একান্ত জরুরী। মোমেন বলেন, বঙ্গবন্ধুর আরাধ্য সাধনা ছিল সবুজ শ্যামল বাংলাদেশকে সত্যিকার অর্থে প্রাকৃতিক বাংলাদেশে চিরন্তন রূপ দিতে। বঙ্গবন্ধু সেটা সমাপ্ত করে যেতে পারেননি। তার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পরিবেশকে স্বাস্থ্য সম্মত এবং সবুজায়ন করার জন্য যে এক অসাধারণ কর্মসূচী গ্রহণ করেছেন তারই অংশ হিসেবে আজ বৃক্ষ রোপণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ হবে গ্রীন বাংলাদেশ, পরিবেশের বাংলাদেশ, আধুনিক মানসম্মত বাংলাদেশ। সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, লালমনিরহাট-৩ এর সংসদ-সদস্য গোলাম মোহাম্মদ কাদের, বগুড়া-৩ এর সংসদ-সদস্য মোঃ নূরুল ইসলাম তালুকদার, খুলনা-৪ এর সংসদ-সদস্য আব্দুস সালাম মুর্শেদী, পটুয়াখালী-২ এর সংসদ-সদস্য আসম ফিরোজ, বরিশাল-৬ এর সংসদ-সদস্য নাসরিন জাহান রতœা, ময়মনসিংহ- ৮ এর সংসদ-সদস্য ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-১ এর সংসদ-সদস্য সৈয়দা জাকিয়া নূর, কিশোরগঞ্জ-৩ এর সংসদ-সদস্য মোঃ মুজিবুল হক, ঢাকা-৬ এর সংসদ-সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা-১০ এর সংসদ-সদস্য শফিউল আলম, ব্রাহ্মণবাড়িয়া- ৩ এর সংসদ-সদস্য রঅম উবায়দুল মোকতাদির চৌধুরী, কুমিল্লা-২ এর সংসদ-সদস্য সেলিমা আহমাদ, নোয়াখালী-৬ এর সংসদ-সদস্য আয়েশা ফেরদাউস, মহিলা আসন-১৩ এর সংসদ-সদস্য শামসুন নাহার, মহিলা আসন-১৪ এর সংসদ-সদস্য রুমানা আলী, মহিলা আসন-৩৯ এর সংসদ-সদস্য পারভীন হক সিকদার, মহিলা আসন-৪৪ এর সংসদ-সদস্য সালমা ইসলাম, মহিলা আসন-৪৬ এর সংসদ-সদস্য নাজমা আকতার এবং মহিলা আসন-৪৭ এর সংসদ-সদস্য রওশন আরা মান্নান সংসদ ভবন এলাকায় বৃক্ষ চারা রোপণ করেন।
×