ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: ২৩:১৪, ২৫ আগস্ট ২০২০

রাজশাহীতে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা উপসর্গ নিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত সাতক্ষীরায় আরও একজনের মৃত্যু হয়েছে। এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার রাজশাহীতে আলীম উদ্দীন নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে একজন, নারায়ণগঞ্জে একজন, নোয়াখালীতে একজন, বগুড়ায় একজন এবং চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলামসহ নতুন করে ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং করোনা আক্রান্ত রাজশাহীর এমপি মনসুরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোমবার সকালে ঢাকায় নেয়া হয়েছে। এদিকে চট্টগ্রামে নতুন করে সোমবার করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১০৫ জন। করোনার কারণে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার নক্ষণ পাওয়া যায়নি এমন ৪২ জনকে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ৩৩৯ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সাতক্ষীরা ॥ জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন এবং করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ও সোমবার সকালে হাসপাতালের আইসোলেশনে তারা মারা যায়। মৃত ব্যক্তিরা হলেন, আশাশুনি উপজেলার শোভনালী এলাকার মৃত কানাই লালের ছেলে কোভিড-১৯ আক্রান্ত বৈদ্য নাথ (৬৫) এবং যশোর জেলার কেশবপুর উপজেলা সদরের খায়রুল বাশারের ছেলে হারুনার রশিদ (৫৫)। তিনি উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার পর্যন্ত সাতক্ষীরায় কোভিড-১৯ উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন। রাজশাহী ॥ রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম আলীম উদ্দীন (৭০)। রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে তার বাড়ি। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে মুক্তিযোদ্ধা আলীম উদ্দীন মারা যায়। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে নতুন করে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি (৫৫) রূপগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুই চিকিৎসকসহ মোট ১৩১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৭০ জন। নোয়াখালী ॥ সেনবাগ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আব্দুজ জাহের (৬০) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বগুড়া ॥ বগুড়ায় গত ২৪ ঘণ্টায় সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৮ জনের কোভিড-১৯ নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। যে হার ১৮ দশমিক ২৩ শতাংশ। ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হতে রবিবার রাতে প্রাপ্ত রিপোর্টের ফলাফল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান। গাইবান্ধা ॥ গাইবান্ধায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সোমবার নতুন করে আরও ৬ জন আক্রান্ত হয়েছেন। নওগাঁ ॥ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১১১১ জন। চট্টগ্রাম ॥ এখানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১০৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা এখন ১৬ হাজার ৫২৪। মাগুরা ॥ জেলায় সোমবার আরও ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হলো ৭৩৯ জন। ঝালকাঠি ॥ জেলায় সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।
×