ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জ গঠন

প্রকাশিত: ২২:৪৯, ২৪ আগস্ট ২০২০

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জ গঠন

কোর্ট রিপোর্টার ॥ অস্ত্র আইনের মামলায় নরসিংদী জেলা যুবমহিলা লীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মোঃ মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর চার্জ গঠন করে আগামী ৩১ আগস্ট এবং ১, ২ ও ৩ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জ এবং সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন। মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে শেরে বাংলা নগর ও বিমান বন্দর থানায় দায়ের মামলায় দুই দফায় তাদের ৩০ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে তারা বর্তমানে কারাগারে রয়েছেন। আসামি মফিজের পক্ষে এ্যাডভোকেট এ বি এম গোলাম ফাত্তা এবং তার স্ত্রী পাপিয়ার পক্ষে এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন অব্যাহতির আবেদন করে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউর সিহাব উদ্দিন চার্জ গঠনের পক্ষে শুনানি করেন।
×