ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় সুস্থ হয়েছেন পৌনে দু’লাখ

প্রকাশিত: ২২:৪৭, ২৩ আগস্ট ২০২০

দেশে করোনায় সুস্থ হয়েছেন পৌনে দু’লাখ

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৬ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ২২৬৫ জন। এ নিয়ে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৯০৭ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯২ হাজার ৬২৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২৯৫২ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩৫৬টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ লাখ ৩১ হাজার ৮৫৫টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ। শনিবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৬ জনের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১০ জন নারী। তাদের মধ্যে হাসপাতালে ৪৫ জন এবং বাড়িতে মৃত্যুবরণ করেছেন একজন। তাদের বয়স বিশ্লেষণে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন এবং ৬০ বছরের বেশি বয়সী ৩৩ জন। আর বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে আটজন, খুলনা বিভাগে একজন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজন মৃত্যুবরণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৫৫০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৬২০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২২৫ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪৫ হাজার ৫৪৬ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬৬ হাজার ১৬৬ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে এক হাজার ২১৯ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৬৮৫ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ২৬ হাজার ১৩৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৪০০ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৩ হাজার ২৬৩ জন। ২২ আগস্ট পর্যন্ত মোট মৃত্যুর শতকরা হারে দেখা গেছে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৯ জন, যা শূন্য দশমিক ৪৯ শতাংশ। ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৫ জন, যা শূন্য দশমিক ৯০ শতাংশ। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯৪ জন, যা দুই দশমিক ৪১ শতাংশ। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২৪৪ জন, যা ছয় দশমিক ২৫ শতাংশ। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫৫২ জন, যা ১৩ দশমিক ৩৬ শতাংশ। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০৮৭ জন, যা ২৭ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী মারা গেছেন ১৯০৬ জন, যা ৪৮ দশমিক ৭৮ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সারাদেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যার সংখ্যা ১৫ হাজার ২৫৫টি, রোগী ভর্তি রয়েছে ৪২৯২ জন এবং খালি শয্যার সংখ্যা ১০ হাজার ৯৬৩টি। এর মধ্যে ঢাকা মহানগরীতে মোট সাধারণ শয্যার সংখ্যা ৭০৩৭টি, রোগী ভর্তি রয়েছে ২২৪৩ জন এবং খালি শয্যার সংখ্যা ৪৭৯৪টি, চট্টগ্রাম মহানরগীতে মোট শয্যার সংখ্যা ৭৮২টি, ভর্তিকৃত ২২০টি এবং খালি শয্যার সংখ্যা ৫৬২টি। আর দেশের অন্যান্য হাসপাতালে মোট সাধারণ শয্যার সংখ্যা ৭৪৩৬টি, ভর্তিকৃত ১৮২৯টি এবং খালি শয্যার সংখ্যা ৫৬০৭টি। আর সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৫৪৪টি, ভর্তিকৃত ৩৩২টি এবং খালি আইসিইউ শয্যার সংখ্যা ২১৩টি। এর মধ্যে আর ঢাকা মহানগরীতে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৩০৬টি, ভর্তিকৃত ২১০টি এবং খালি আইসিইউ শয্যার সংখ্যা ৯৭টি। চট্টগ্রাম মহানরগীতে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৩৯টি, ভর্তিকৃত ২১টি এবং খালি আইসিইউ শয্যার সংখ্যা ১৮টি। আর দেশের অন্যান্য হাসপাতালে মোট আইসিইউ শয্যার সংখ্যা ১৯৯টি, ভর্তিকৃত ১০১টি এবং খালি আইসিইউ শয্যার সংখ্যা ৯৮টি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২২ আগস্ট পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ১৮৮১ জন, যা মোট মৃতের ৪৮ দশমিক ১৪ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৮৬৮ জন, যা মোট মৃতের ২২ দশমিক ২২ শতাংশ, রাজশাহী বিভাগে ২৫৯ জন, যা মোট মৃতের ৬ দশমিক ৬৩ শতাংশ, খুলনা বিভাগে ৩১৭ জন, যা মোট মৃতের ৮ দশমিক ১১ শতাংশ, বরিশাল বিভাগে ১৫৩ জন, যা মোট মৃতের ৩ দশমিক ৯২ শতাংশ, সিলেট বিভাগে ১৮৩৫ জন, যা মোট মৃতের ৪ দশমিক ৭৪ জন, রংপুর বিভাগে ১৬১ জন, যা মোট মৃতের ৪ দশমিক ১২ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, যা মোট মৃতের ২ দশমিক ১২ শতাংশ।
×