ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অবসরে কী করবেন ধোনি

প্রকাশিত: ২৩:৫২, ১৮ আগস্ট ২০২০

অবসরে কী করবেন ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। দু’দিন ধরে বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন সদ্য সাবেক ভারত অধিনায়ক। গ্রেট ধোনিকে এবার কুর্নিশ জানাল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ভারতীয় ক্রিকেটের সুপারস্টারকে নিয়ে একটি অজানা তথ্য দিয়েছেন সাবেক বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। মাহির অধিনায়কের চেয়ার বাঁচাতে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। আর স্থানীয় সামাজিক ও সংবাদমাধ্যমের গুঞ্জন, ক্রিকেট ছেড়ে ধোনি এবার ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন। ধোনির এক কাছের বন্ধু অরুণ পা-ে আবার ইঙ্গিত দিয়েছেন এখন আরও বেশি করে সেনাবাহিনী এবং কর্পোরেট দুনিয়ায় সময় দেবেন ক্যাপ্টেন কুল। তবে ভবিষ্যত নিয়ে ধোনি নিজে কোন কথা বলেননি। এই মুহূর্তে হয়তো ১৯ সেপ্টেম্বর আমিরাতে শুরু হতে যাওয়া আইপিএলে চেন্নাই সুপার কিংসকে আরও একটি শিরোপা উপহার দেয়ার পরিকল্পনাই আঁটছেন। ১৫ আগস্ট ইনস্টাগ্রামে এক ভিডিও দিয়ে হুট করেই ধোনি যেদিন অবসরের ঘোষণা দেন সেদিন ছিল ভারতের স্বাধীনতা দিবস। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, তিনি নাকি খুব শীঘ্রই যোগ দিচ্ছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে। তাতে ঘৃতাহুতি দিয়েছেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি, তিনি চান মহেন্দ্র সিং ধোনি বিজেপিতে যোগদান করুন। সংসদ সদস্যের এই বক্তব্যই মূলত ধোনিকে নিয়ে চলা জল্পনাকে উসকে দিয়েছে। ধোনিকে নিয়ে এই গুঞ্জনের সূত্রপাত অমিত শাহের একটি টুইটকে কেন্দ্র করেই। ধোনির অবসরের পর টুইটটি করেন বিজেপি সভাপতি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ‘নিজের খেলা দিয়ে ধোনি লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিয়েছে। আশা করছি, আগামীদিনে ভারতীয় ক্রিকেটকে আরও অনেক শক্তিশালী করে তুলতে এগিয়ে আসবেন তিনি। তার ভবিষত্যের জন্য অনেক শুভেচ্ছা রইল। বিশ্ব ক্রিকেট হেলিকপ্টার শটটি মিস করবে।’ এরপরই অমিত শাহের সঙ্গে ধোনির একটি পুরনো ছবি পোস্ট করে তার বিজেপিতে যোগদানের গুঞ্জন বাড়িয়ে দেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কেউ সরাসরি লিখেছেন, ‘শীঘ্রই ধোনি বিজেপিতে যোগ দেবেন!’ তবে ৩৯ বছর বয়সী ধোনির ব্যবসায়িক অংশীদার ও কাছের বন্ধু অরুণ পান্ডে মনে করছেন অবসর নিয়ে ফেলায় এখন সেনাবাহিনীতে আরও বেশি সময় দিতে পারবেন ধোনি। ‘জানতাম ধোনি শীঘ্রই অবসর নেবে। কিন্তু সঠিক সময়টা আমরা কেউই জানতাম না। যাই হোক এটা সম্পূর্ণ তারই ব্যাপার। ধোনি আইপিএল প্রস্তুতি শুরু করেছিল কিন্তু প্রথমে সেটা স্থগিত হলো এবং তারপর টি২০ বিশ্বকাপও পিছিয়ে গেল। আমার মনে হয় ধোনি মানসিকভাবে মুক্ত হতে চাইছিল। ১৫ আগস্ট দেশের সেনাবাহিনীর জন্য একটা বিশেষ দিন। ধোনি এই ব্যাপারটাকে মাথায় রেখেছিল। তবে নিঃসন্দেহে টি২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়া ওর অবসর ঘোষণার একটা বড় কারণ।’ এরপরই তিনি যোগ করেন, ‘এখন একটা বিষয় নিশ্চিত যে, ধোনি আর্মির সঙ্গে আরও বেশি সময় কাটাবে। একইসঙ্গে কমার্শিয়াল চুক্তিগুলোর জন্যও সময় দিতে পারবে। গত বিশ্বকাপের পর থেকে আমরা ১০টা নতুন ব্রান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছি। যা ধোনির ব্রান্ড ভ্যালুও অনেক বাড়িয়ে দেবে’। ওদিকে সদ্য অবসরে যাওয়া ধোনিকে কুর্নিশ জানিয়েছে আইসিসি, ‘পুরো প্রজন্মের জন্যই একটি অনুপ্রেরণার নাম হচ্ছেন ধোনি। নিশ্চিতভাবেই ক্রিকেট তাকে মিস করবে। আইসিসির পক্ষ থেকে আউটস্ট্যান্ডিং ক্রিকেট ক্যারিয়ারের জন্য তাকে কুর্নিশ জানাই। তার ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করি।’ বিবৃতিতে বলেছেন সংস্থাটির প্রধান নির্বাহী মানু সাহনি। ২০১১ বিশ্বকাপ জয়ের দুই সিরিজ পরই নাকি ধোনির ওয়ানডে নেতৃত্ব কেড়ে নিতে চেয়েছিলেন এক নির্বাচক। এ প্রসঙ্গে সে সময় বিসিসিআইর প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন বলেন, ‘২০১১ সালের ঘটনা, ভারত সে বছর বিশ্বকাপ জিতেছিল। এরপর অস্ট্রেলিয়াতে গিয়ে আমরা ভাল করতে পারিনি। তো একজন নির্বাচক ধোনিকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে চাইছিল। আমার কথা হলো, আপনি তাকে কিভাবে অধিনায়কত্ব থেকে সরাতে পারেন? এরপর তখনকার বিসিসিআই সেক্রেটারি সঞ্জয় জাগডাল একদিন এসে আমাকে বলল যে, তারা (নির্বাচকরা) অধিনায়ক বাছাই করতে পারছে না। ধোনিকে তারা শুধু খেলোয়াড় হিসেবে দলে নিতে চায়। আমি তখন গিয়ে বিসিসিআই প্রধান হিসেবে নিজের সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ করে বলি, ধোনিই অধিনায়ক থাকবে।’
×