ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

প্রকাশিত: ২৩:০৩, ১৮ আগস্ট ২০২০

ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এ দেশের তরুণ সমাজের প্রাণের স্পন্দন ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলতে চাই- হত্যা ও ষড়যন্ত্রের কুশীলবরা এখনও আছে। এখনও দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ ছাত্রলীগের অদম্য তরুণরা আছে, তাই কোন ষড়যন্ত্রই হালে পানি পাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় সংসদ ভবন এলাকার সরকারী বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উন্নয়নবিরোধী অপশক্তি এখনও চারপাশে লুকিয়ে আছে। উগ্র সাম্প্রদায়িক অপশক্তি এখনও সুযোগ খুঁজছে। তারা উন্নয়ন, শান্তি ও স্বস্তির বাংলাদেশ চায় না। তারা এদেশকে পাকিস্তানী ভাবধারায় নিয়ে যেতে চায়। চায় সংঘাতে জর্জরিত রক্তাক্ত প্রান্তর। সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, এই অপশক্তি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দেশের এগিয়ে যাওয়া বন্ধ করতে চায়। শিক্ষাঙ্গনগুলোতে নানা কৌশল আর অপকৌশলে অস্থিরতা তৈরি করতে চায়। চায় ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ। কিন্তু যতক্ষণ দেশরতœ শেখ হাসিনা আছেন, বাংলাদেশ ছাত্রলীগের অদম্য তরুণরা আছে- ততক্ষণ কোন ষড়যন্ত্রই হালে পানি পাবে না। দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে অগ্রযাত্রা এগিয়ে যাবেই। অগ্রযাত্রার এ সময়ে ছাত্রলীগের সুনামের ধারা নিজেদের ধরে রাখার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দলীয় শৃঙ্খলা নষ্ট করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার শুদ্ধি অভিযান সবার জন্য অভিন্ন বার্তা বহন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ভার্চুয়াল এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আকতারুজ্জামান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।
×