ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার চার মামলার স্থগিতাদেশ বহাল আপীল বিভাগে

প্রকাশিত: ২৩:০২, ১৮ আগস্ট ২০২০

খালেদা জিয়ার চার মামলার স্থগিতাদেশ বহাল আপীল বিভাগে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও দারুসসালাম থানায় করা নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। এদিকে রূপপুর পারমাণবিক বিদুতকেন্দ্রের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্রয়-সংক্রান্ত দুর্নীতির তিন মামলায় উপ-সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলামকে জামিন দেয়নি হাইকোর্ট। অন্যদিকে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকর্মী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় সাতক্ষীরার এসপি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে করা রিটের শুনানির জন্য আজ দিন ধার্য করেছে হাইকোর্ট। এছাড়া দেশে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গ্রেফতার হওয়া ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমের (জিকে শামীম) ঠিকাদারি প্রতিষ্ঠান জিকেবি এ্যান্ড কোম্পানির সঙ্গে আজিমপুর সরকারী কলোনিতে বহুতল ভবন নির্মাণের চুক্তি বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছে হাইকোর্ট। সোমবার আপীল ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ দিয়েছেন।
×