ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসীর ব্রাশফায়ারে নারী নিহত ॥ ছেলে গুলিবিদ্ধ

প্রকাশিত: ২৩:৫২, ১৬ আগস্ট ২০২০

সন্ত্রাসীর ব্রাশফায়ারে নারী নিহত ॥ ছেলে গুলিবিদ্ধ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত দুইটায় দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ করলে সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেকের স্ত্রী মোর্শেদা বেগম (৪০) এর পিঠে গুলিবিদ্ধ হয়। পরে তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার ছেলে মোঃ আহাদ গুলিবিদ্ধ হলে তাকেও দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেয়া হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় প্রায় শতাধিক গুলির খোসা উদ্ধার করা হয়। সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক জানান, ‘গুচ্ছগ্রামে অবস্থান করা ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মীদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে আমার স্ত্রী মারা যায়। ঘটনার জন্য প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার জেএসএসকে দায়ী করেছে। কুমিল্লায় যুবক নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রাজিব হাসান নামে এক যুবক খুন হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে নগরীর ডিগাম্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব হাসান বজ্রপুর এলাকার শাহীনের ছেলে এবং সে স্যানিটারি মিস্ত্রির কাজ করত। এদিকে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ আনোয়ারুল হক। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নগরীর বজ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে ডিগাম্বরীতলা এলাকায় পলাশ, রকি ও অখির সঙ্গে রিয়াদ নামে এক যুবকের বাগবিত-া হয়। পরে রিয়াদের পক্ষে অবস্থান নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করে রাজিব। এ নিয়ে বাগবিত-ার এক পর্যায়ে রাজিবকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানান, ঘাতকরা মাদক কারবার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত রয়েছে। গাজীপুরে গৃহবধূ স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুরে দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে খুন করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে আটক করে শনিবার আদালতে প্রেরণ করেছে। নিহতের নাম ইয়াসমিন (২২)। সে ময়মনসিংহের গফরগাঁও থানার কাওরাইদ গ্রামের ইসহাক মিয়ার মেয়ে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন চাবাগান এলাকার মোঃ আল আমিনের স্ত্রী। জিএমপি’র সদর থানার এসআই ইমতিয়াজ হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন চাবাগান এলাকার নিজ বাড়িতে স্ত্রী ইয়াসমিনকে নিয়ে থাকেন আল আমিন (২৫)। পারিবারিক বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে প্রায়শ ঝগড়া চলে আসছিল। শুক্রবার রাতেও তাদের মাঝে বাকবিত-া হয়। এসময় আল আমিন উত্তেজিত হয়ে তার স্ত্রীকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয়ে ইয়াসমিন মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় স্ত্রীকে হত্যার অভিযোগে নিহতের স্বামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল আমিন স্থানীয় মৃত হযরত আলীর ছেলে।
×