ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শনাক্ত বিবেচনায় করোনায় মৃত্যু হার ১.৩২ শতাংশ

প্রকাশিত: ২৩:০২, ১৬ আগস্ট ২০২০

শনাক্ত বিবেচনায় করোনায় মৃত্যু হার ১.৩২ শতাংশ

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ২৬৪৪ করোনা রোগী। এ নিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৬২৫ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭৪ হাজার ৫২৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১০১২ সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৫১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩২ শতাংশ। শনিবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৪ পুরুষ এবং ১০ নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায়- ৬০ বছরের বেশি বয়সী ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন। তাদের বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩১ জন এবং ৩ জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭৩৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২০৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৮৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪১ হাজার ২৮৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬১ হাজার ৪৯৩ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে এক হাজার ৯৫৪ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৮২৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৬৪ জন। এখন পর্যন্ত মোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৯১৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫২ হাজার ৮৫১ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা জানানো হয়েছে, এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৭৩৪ জন, চট্টগ্রাম বিভাগে, ৮৩৪ জন, রাজশাহী বিভাগে ২৩৪ জন, খুলনা বিভাগে ২৮৬ জন, বরিশাল বিভাগে ১৩৯ জন, সিলেট বিভাগে ১৭২ জন, রংপুর বিভাগে ১৪৬ জন ও ময়মনসিংহ বিভাগে ৮০ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অধ্যাপক নাসিমা সুলতানা জানান, সারাদেশে করোনা রোগীর জন্য সাধারণ শয্যা সংখ্যা ১৫ হাজার ২৮০টি, সাধারণ শয্যায় ভর্তি রোগীর সংখ্যা ৪৩৬৪ জন এবং খালি ১০ হাজার ৯১৬টি শয্যা। এর মধ্যে ঢাকা শহরের হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা ৭০৬২টি, ভর্তি রোগী ২২১৮ জন এবং শয্যা খালি আছে ৪৮৪৪টি। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যার সংখ্যা ৭৮২টি, ভর্তিকৃত রোগী ২৫৪ জন এবং খালি রয়েছে ৫২৮টি শয্যা। দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যার সংখ্যা ৭৪৩৬টি, ভর্তিকৃত রোগী ১৮৯২জন এবং খালি রয়েছে ৫৫৪৪টি শয্যা। আর ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যা ৩০৫টি, ভর্তি আছেন ২০৪ জন, খালি আছে ১০১টি শয্যা। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যা ৩৯টি, ভর্তি আছেন ১৭ জন, খালি আছে ২২টি। দেশের অন্যান্য হাসপাতালে আইসিইউ শয্যা ১৯৯টি, ভর্তিকৃত রোগী ১০৪ জন এবং খালি রয়েছে ৯৫টি। এভাবে দেশে মোট আইসিইউ শয্যা রয়েছে ৫৪৩টি, ভর্তিকৃত রোগী ৩২৫ জন এবং খালি রয়েছে ২১৮টি আইসিইউ শয্যা। দেশে মোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে ১২ হাজার ৫৮৪টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে ৩৫০টি এবং অক্সিজেন কনসেনট্রেটর রয়েছে ১৬০টি।
×