ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জেমির সঙ্গে চুক্তি নবায়ন করে বাফুফে ধরা!

প্রকাশিত: ২৩:৫৩, ১৪ আগস্ট ২০২০

জেমির সঙ্গে চুক্তি নবায়ন করে বাফুফে ধরা!

রুমেল খান ॥ ‘খেলাগুলো বাতিল করা হয়েছে। স্বভাবতই এই সিদ্ধান্তে কিছুটা হতাশ হয়েছি। তবে আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত। খেলোয়াড়দের স্বাস্থ্য এবং সুরক্ষা সবার আগে। এখন আমাদের নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। আসন্ন ২০২১ সালে আমাদের কিছু ভাল খেলা থাকবে, ওই খেলাগুলোতে জয় পেতে পারি- এই লক্ষ্য নিয়ে প্রস্তুত হতে হবে।’ কথাগুলো জেমি ডে’র। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ। আগামী অক্টোবরে ফিফা বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইয়ের চারটি খেলায় অংশ নেয়ার কথা ছিল লাল-সবুজ জার্সিধারীদের। এই লক্ষ্যে গাজীপুরের সারাহ্ রিসোর্টে ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্প আরম্ভ হয়। এর আগে ফুটবলারদের করোনা পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। বিস্ময়করভাবে দুই দফায় পরীক্ষা করে অধিকাংশ খেলোয়াড়ের দুই রকম ফল আসে। এ নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। টেস্টের মানদন্ড তো বটেই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়বদ্ধতা নিয়েও প্রচন্ড সমালোচনার ঝড় ওঠে। সেই ঝড় আচমকাই থেমে যায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এক সিদ্ধান্ত বা ঘোষণায়। বুধবার ফিফার নির্দেশনা মেনে এএফসি একটি চিঠি পাঠায় বাফুফেকে। সেখানে তারা জানায়- এশিয়ার দেশসমূহে কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ভ্রমণের বিধিনিষেধসহ ফ্লাইট জটিলতার কারণে ফিফার অনুমোদনক্রমে ফিফা বিশ্বকাপ বাছাই এবং এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলাগুলো স্থগিত করে আগামী ২০২১ সালের যে কোন সময় আয়োজন করা হবে। ফিফার এই সিদ্ধান্তে স্বভাবতই গাজীপুরের প্রশিক্ষণ ক্যাম্প বন্ধ করে দেয় বাফুফে। ফুটবলারদের পাঠিয়ে দেয়া হয় নিজ নিজ বাড়িতে। অনেক ফুটবলপ্রেমীই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা অভিমত ব্যক্ত করেছেন। খেলা না হওয়াতে কেউ হতাশা ব্যক্ত করছেন, অনেকেই আবার বলছেন জেমি ও তার কোচিং স্টাফরা ইংল্যান্ড থেকে, অধিনায়ক জামাল ভুঁইয়া ডেনমার্ক থেকে এবং তারিক কাজী ফিনল্যান্ড থেকে না ফেরায় ভালই হলো। খেলা এ বছর যেহেতু আর হচ্ছে না তারপরও তো কোচ জেমি ডে’কে তার প্রাপ্ত বেতন ঠিকই বুঝিয়ে দিতে হবে বাফুফেকে। এ নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, জেমিকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা ছিল। কিন্তু করোনার কারণে বিশ্বব্যাপী বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ফিফা এ বছর বিশ্বকাপ বাছাইসহ কোন ধরনের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন না করার ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছে তা তো আমাদের মানতেই হবে। এতে আমাদের কিছুই করার নেই। এখন জেমির সঙ্গে আমাদের নতুন চুক্তির মেয়াদ শুরু হয়েছে এই আগস্ট থেকেই। এই বছর শেষ হতে আরও পাঁচ মাস বাকি। এখন বাধ্য হয়েই জেমিকে এই সময়ের বেতন দিতেই হবে। চুক্তি অনুযায়ী সেটা দিতে আমরা বাধ্য।’ তবে সোহাগ জনকণ্ঠকে আভাস দিয়েছেন বাফুফের টাকাটা যেন জলে না পড়ে সেটা নিয়ে ভাবছে তারা, ‘আমরা রাতে ফোনে ইংল্যান্ডে ছুটি কাটানো জেমির সঙ্গে কথা বলব। তিনিসহ আরও কোচিং স্টাফদের আগামী ১৭ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে। তবে ফিফার খেলা পেছানোর ঘোষণায় তারা এখন ঢাকায় আসবেন কি না, এ নিয়ে আলাপ করব। যদি তারা আসেন তখন তার সঙ্গে আবারও কথা বলব ঢাকায় বসে তাকে বাফুফের ফুটবল সংক্রান্ত কোন কাজে লাগানো যায় কি না এ ব্যপারে।
×