ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্দেশনা মেনেই মাঠে ফিরতে চায় ফেডারেশনগুলো

প্রকাশিত: ২০:২২, ১৩ আগস্ট ২০২০

নির্দেশনা মেনেই মাঠে ফিরতে চায় ফেডারেশনগুলো

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা ভাইরাসের প্রভাবে গত মার্চ থেকেই বন্ধ দেশের ক্রীড়াঙ্গন। এক রকম ঘর বন্দী সময় কেটেছে বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়দের। যদিও ব্যক্তিগত উদ্যোগে খেলোয়াড়রা তাদের ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছেন। স্বাস্থ্যবিধি মেনে এখন থেকে ফেডারেশনগুলো চাইলে অনুশীলন কার্যক্রম শুরু এবং খেলা পরিচালনা করতে পারবে বলে গত সোমবার এক নির্দেশনা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল-এর ওই নির্দেশের পরই মাঠে ফেরার ব্যাপারে প্রস্তুতি নিতে শুরু করেছে বিভিন্ন ফেডারেশন। আগামী সপ্তাহ থেকেই সরকারী নির্দেশনা মেনে নিয়ে অনুশীলন শুরু করতে চায় আর্চারি ফেডারেশন, এমনটাই জানিয়েছেন সধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন চপল। দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার অনুমতি পেয়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রাও। ফিটনেস ধরে রাখার পাশাপাশি নিজেদের ম্যাচ খেলার উপযুক্ত করাই তাদের কাছে চ্যালেঞ্জ বলেও জানান এসএ গেমসে স্বর্ণ জয়ী দুই ক্রীড়াবিদ মাবিয়া আক্তার ও রোমান সানা। আপাতত ফেডারেশনগুলো অনুশীলন চালাবে। খেলায় ফেরার ব্যাপারে সিদ্ধান্ত হবে আরো পরে।
×