ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা-বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের খেলা আগামী বছর ৩০ ফুটবলারের আবারও করোনা টেস্ট, ৭ জন পজিটিভ, ৩ জন সতর্কভাবে পর্যবেক্ষণে গাজীপুরের ক্যাম্প স্থগিত করোনায় আক্রান্ত ফুটবলারদের চিকিৎসা হবে বাফুফের তত্ত্বাবধানে

খেলা পেছানোয় শাপেবর জামালদের জন্য

প্রকাশিত: ২৩:৪৮, ১৩ আগস্ট ২০২০

খেলা পেছানোয় শাপেবর জামালদের জন্য

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠে নেমে দৃশ্যমান প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা এক ব্যাপার, আর মাঠে নামার আগেই অদৃশ্য প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা আরেক ব্যাপার। প্রথম কাজটি তুলনামূলকভাবে অনেক সহজ। কিন্তু দ্বিতীয় কাজটি ভীষণ কঠিন। কিছুদিন ধরে সেই কঠিন কাজটিই করে আসছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর কাজের ফলাফল আবার ছিল ভেজাল বা ত্রুটিপূর্ণ। হ্যাঁ, জাতীয় দলের ৩১ ফুটবলারের করোনা টেস্টের ধোঁয়াশাপূর্ণ ফলের কথাই বলছি। আগামী অক্টোবরে ফিফা বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইয়ের চার খেলায় অংশ নেয়ার কথা ছিল লাল-সবুজ জার্সিধারীদের। এজন্য স্বাস্থ্যবিধি মেনে ফুটবলারদের করোনা পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। বিস্ময়করভাবে দুই দফায় পরীক্ষা করে অধিকাংশ খেলোয়াড়দের দুই রকম ফল আসে! এ নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। টেস্টের মানদ- তো বটেই, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়বদ্ধতা নিয়েও প্রচ- সমালোচনার ঝড় ওঠে। সেই ঝড় আপাতত থেমে গেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এক সিদ্ধান্ত বা ঘোষণায়। বুধবার ফিফার নির্দেশনা মেনে এএফসি একটি চিঠি পাঠায় বাফুফেকে। সেখানে তারা জানিয়েছেÑ এশিয়ার দেশসমূহে কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ভ্রমণের বিধিনিষেধসহ ফ্লাইট জটিলতার কারণে ফিফার অনুমোদনক্রমে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২, কোয়ালিফায়ার্স’ এবং ‘এএফসি এশিয়ান কাপ চায়না ২০২৩, কোয়ালিফায়ার্স প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফিকেশন রাউন্ড-২’ এর আগামী অক্টোবর ও নবেম্বর ২০২০ -এর ম্যাচসমূহ স্থগিত করে আগামী ২০২১ সালের যে কোন সময়ে আয়োজন করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে। উক্ত ম্যাচসমূহের পরবর্তী তারিখ ও অন্যান্য বিষয়ে যথাসময়ে ফিফা/এএফসি কর্তৃক অবহিত করা হবে। এ প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চলমান আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প (গাজীপুরে অবস্থিত সারাহ্ রিসোর্টে) আজ বৃহস্পতিবার থেকে স্থগিত করণের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এএফসির এই সিদ্ধান্তে তুমুল আলোচনার খোরাক সৃষ্টি হয়েছে বাংলাদেশী ফুটবলপ্রেমীদের মাঝে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেদের মতামত ব্যক্ত করছেন। বেশিরভাগই অভিমত ব্যক্ত করেছেন এই বলে, ‘যে ফুটবল দলের শতকরা ৭৫ ভাগই করোনায় আক্রান্ত (সত্যি, না মিথ্যা রিপোর্টের ভিত্তিতে, তা নিয়ে অবশ্য সংশয় আছে), সেই দলের খেলা স্থগিত হওয়ায় বা পিছিয়ে যাওয়ায় এটা ভালই হয়েছে। শাপে বর হয়েছে। এখন কোচ জেমি ডে অনেক সময় পাবেন তার শিষ্যদের সুস্থতা প্রমাণে ও অনুশীলন করিয়ে ভালমতো প্রস্তুতি নিতে।’ গত সোমবার জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলারদের পুনরায় করোনা পরীক্ষা করা হয়। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোভিড নাইনটিন পজিটিভ হন ১৭ ফুটবলার। করোনা আছে, নাকি নেইÑ সেটা নতুন করে জানার জন্য সোমবার সকালে আইসিডিডিআরবি জাতীয় দলের ৩০ ফুটবলারসহ টিম ম্যানেজম্যান্টের (মোট ৩৬ জন) নমুনা সংগ্রহ করে। ওইদিন দুপুরে একটি বেসরকারী প্রতিষ্ঠানে গিয়েও দ্বিতীয় দফা নমুনা দেয় ফুটবল দলের সবাই। আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মনস্থ করেছিল করোনা টেস্টের রেজাল্ট নিয়ে যেহেতু ধোঁয়াশা ও বিতর্ক দেখা দিয়েছে, সেহেতু এবার একইদিনে নতুন দুটি প্রতিষ্ঠানে গিয়ে পুরো দলের সবার করোনা পরীক্ষা করানো হয়। দুই প্রতিষ্ঠানের রিপোর্ট একই রকম হলে সেটাই চূড়ান্ত বলে ধরে নেয়া হবে। কিন্তু আগের মতো যদি দুই প্রতিষ্ঠানের রিপোর্ট দুই রকম হয়, তাহলে দুই-তিন দিন অপেক্ষা করে অন্য একটি বা দুটি নতুন প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে ভুক্তভোগী ফুটবলারদের ফের করোনা পরীক্ষা করানো হবে। যা হোক, বুধবার পুনরায় ৩৬ জনের (৩০ খেলোয়াড় ও ৬ কর্মকর্তা/স্টাফ) কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে ২৬ জন নেগেটিভ, ৭ জন পজেটিভ (এমএস বাবলু, রবিউল হাসান, ফয়সাল আহমেদ ফাহিম, টুটুল হোসেন বাদশা, শহীদুল আলম সোহেল, আনিসুর রহমান ও বিশ্বনাথ ঘোষ) এবং ৩ খেলোয়াড় (রিয়াদুল হাসান, রায়হান হাসান ও রাকিব হোসেন) কে সতর্কভাবে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত খেলোয়াড়দের বাফুফের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করা হবে। ফিফা-এএফসি আরও বলেছে, সবার স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনা নিয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে ফিফা ও এএফসি এই অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং ম্যাচের নতুন তারিখ বের করার জন্যও এক সঙ্গে কাজ চালিয়ে যাবে। তাই বাছাইপর্বের পরবর্তী পর্বের খেলার নতুন সূচী পরে বিস্তারিতভাবে জানিয়ে দেয়া হবে। আগামী ৮ অক্টোবর দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে স্থগিত হয়ে থাকা বাছাইপর্ব শুরু করার কথা ছিল বাংলাদেশ দলের। আফগানিস্তান ছাড়াও দেশের মাটিতে ভারত (১২ নবেম্বর) ও ওমানের (১৭ নবেম্বর) বিপক্ষে খেলার কথা ছিল। অন্য ম্যাচটি কাতারের বিপক্ষে দোহায় ১৩ অক্টোবর হওয়ার কথা ছিল। ৪ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের তলানিতে আছে বাংলাদেশ।
×