ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত: ২৩:৩৫, ১৩ আগস্ট ২০২০

ধামরাইয়ে ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান আটক

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ আগস্ট ॥ ধামরাইয়ে ত্রাণের চালসহ মিজানুর রহমান মিজু নামে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি দল। বুধবার রাত একটার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের আমছিমোড় এলাকায় চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার আফসার উদ্দিনের ছেলে ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। র‌্যাব-৪ জানায়, ধামরাই এলাকায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টিনশেডের একটি ঘরের ভেতর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য দেয়া ৫০ কেজির ৩৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। জামালপুরে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১২ আগস্ট ॥ সরিষাবাড়ী উপজেলার ভবানীপুর পূর্বপাড়া থেকে একটি বিদেশী পিস্তল ও কয়েকটি দেশীয় ধারালো অস্ত্রসহ একাধিক মামলার আসামি মনিরুজ্জামান হিটলারসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার রাতে র‌্যাব এ অভিযান চালায়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বুধবার সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছে র‌্যাব। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা ও স্কোয়াড অধিনায়ক সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল মঙ্গলবার মধ্য রাতে জেলার সরিষাবাড়ী উপজেলার ভবানীপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালান। এ সময় চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সরিষাবাড়ী উপজেলার ভবানীপুর পূর্বপাড়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মনিরুজ্জামান হিটলারের (৩৮) বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।
×