ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তদন্তে বের হয়ে আসছে

বোমা হামলা ঘটলেই আইএসের দায় স্বীকার প্রতারণামূলক

প্রকাশিত: ২৩:০৬, ১৩ আগস্ট ২০২০

বোমা হামলা ঘটলেই আইএসের দায় স্বীকার প্রতারণামূলক

শংকর কুমার দে ॥ দেশের যে কোন স্থানে বোমা হামলা বা বোমাসদৃশ কোন কিছুর ঘটনা ঘটলেই গত চার বছর ধরে দায় স্বীকার করে আসছে আন্তর্জাতিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটস-আইএস। ইসলামিক স্টেটস-আইএস কানেকশনের দায় স্বীকার করার ঘটনাগুলো যে কত বড় ভুয়া ও কল্পনাপ্রসূত প্রচারণামূলক প্রতারণা তার জ¦লন্ত প্রমাণ রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনাটি। রাজধানীর পল্লবী বোমা বিস্ফোরণে আলোচিত এই ঘটনাটি বর্তমানে তদন্ত করছে পুলিশের জঙ্গী প্রতিরোধে গঠিত পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিট। দেশী-বিদেশী জঙ্গী ব্যবসায়ীদের বিভ্রান্তিকর প্রচারণা সহায়ক প্রতারণার দোকান খুলে নির্দিষ্ট পরাশক্তির উদ্দেশ্য সাধন করে আসা জঙ্গী কর্মকা- পর্যবেক্ষণের দাবিদার আমেরিকা-ইসরাইলের যৌথ কোম্পানি ‘সাইট ইন্টেলিজেন্স’ এর পরিচালক রিটা কাৎজা। রাজধানীর পল্লবী থানার বোমা বিস্ফোরণের ঘটনার নেপথ্যে থাকা আইএস এর দায় স্বীকার করার প্রচারণা-প্রতারণার ঘটনা বের হয়ে আসছে তদন্তে। জঙ্গী গোষ্ঠীর তদন্ত সংশ্লিষ্ট পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে এ খবর জানা গেছে। পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি ইউনিটের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীর পল্লবীর বোমা বিস্ফোরণের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এই ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের গ্রেফতার করতে পারলে ঘটনার কারণ ও উদ্দেশ্য পরিষ্কার হবে। তবে পল্লবী থানায় বোমা বিস্ফোরণের পর আন্তর্জাতিক জঙ্গী সংগঠন-‘আইএসের হামলার দাবি যে কত বড় হাস্যকর ঘটনা ছিল তা তদন্তে বের হয়ে আসছে। গুলশান হলি আর্টিজান বেকারিতে বোমা হামলার পর থেকে দেশের যে কোন স্থানে বোমা হামলা কিংবা বোমাসদৃশ কোন কিছুর ঘটনা ঘটলেই দায় স্বীকার করে আসছে আইএস। গত চার বছর ধরে আইএস এই ধরনের প্রচার প্রতারণার নেপথ্যের ঘটনা বের হয়ে আসতে শুরু করেছে পল্লবীর বোমা বিস্ফোরণের অন্তরালের তদন্তে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটার এই বিষয়টি নিয়ে সন্দেহ করেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। তার নির্দেশে গঠিত হয় তিন সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করে। এর আগেই রাজধানীর মিরপুর ও পল্লবীর ডিসি থেকে শুরু করে নি¤œস্তরের সকল পুলিশ সদস্যকে একযোগে বদলি করা হয়। যেসব পুলিশ কর্মকর্তাদের বদলি করা হয়েছে তারা পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনাটি লুকানোর চেষ্টা করেন। উর্ধতন পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে একেকবার একেক রকম তথ্য আসতে থাকলে প্রকৃত ঘটনা বের হয়ে আসতে থাকে। তদন্ত শেষে ওই তদন্ত কমিটি ডিএমপি কমিশনারের কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। তবে তদন্ত কমিটির সদস্যদের কেউ তদন্ত প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
×