ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একদিনে আক্রান্তে ফের বিশ্ব রেকর্ড ভারতের

প্রকাশিত: ০০:৪৯, ১০ আগস্ট ২০২০

একদিনে আক্রান্তে ফের বিশ্ব রেকর্ড ভারতের

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে একদিনে ফের আক্রান্তে রেকর্ড হয়েছে। আর করোনামুক্ত হওয়ার একশ’ দিনের মাইলফলক পার করল নিউজিল্যান্ড। অন্যদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া আফ্রিকা মহাদেশের দেশ দক্ষিণ আফ্রিকায় মৃত্যুর সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এনডিটিভি, এএফপি, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ওয়ার্ল্ডোমিটারের মতে, রবিবার পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এক কোটি ৯৯ লাখ ২৯ হাজার ৯০৪ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন সাত লাখ ৩১ হাজার ৮৪৬ জনে। সুস্থ হয়েছেন এক কোটি ২৮ লাখ ৯ হাজার ৩১২ জন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৩ লাখ ৬২ হাজার ৮২৫ জন। যাদের মধ্যে ৬৫ হাজার ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬২ হাজার ৫৪০ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচ হাজার ৬১২ জন। দুই আমেরিকা মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানে আবারও নতুন করে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুতই বাড়ছে। যুক্তরাষ্ট্রে আরও ৯৭৬ মৃত্যু ॥ বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা করোনায় যুক্তরাষ্ট্রের প্রতি ৬৬ জন নাগরিকের মধ্যে একজন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে রয়টার্সের বিশ্লেষণে। রয়টার্সের টালি অনুযায়ী দেশটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৫০ লাখ ১৪ হাজার ৩৩৯ জন হয়েছে। রেকর্ড সংখ্যক আক্রান্ত নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষে আছে। ভারতে আরও ৮৬১ ॥ ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৬১ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত মোট মারা গেছেন ৪৩ হাজার ৪৯৮ জন। একদিনে বিশ্বে রেকর্ড সর্বোচ্চ ৬৪ হাজার ৩৯৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এতে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১ লাখ ৫৬ হাজার ৭৫৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮১ হাজার ৮২৫ জন। সুস্থতার হার ৬৮ দশমিক ৩২ শতাংশ। মাইলফলকে নিউজিল্যান্ড ॥ মহামারী মোকাবিলায় সফল নিউজিল্যান্ডে গত একশ’ দিনে কমিউনিটি পর্যায়ে নতুন কোন সংক্রমণ শনাক্ত হয়নি। তারপরও দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এ নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই। নিউজিল্যান্ডে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন মোট ২৩ জন। দেশটিতে প্রবেশের পর তাদের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। বিদেশফেরত এই সংক্রমিতদের সরকারী আইসোলেশন স্থাপনায় নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। দেশটির স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ্যাশলে ব্লুমফিল্ড বলেছেন, কমিউনিটিতে করোনার সংক্রমণ ছাড়াই শততম দিনে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা সবাই জানি, এটি নিয়ে আমরা আত্মতৃপ্ত হতে পারি না। ব্রাজিলে মৃত্যু লাখ ছাড়াল ॥ লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় মৃত্যু লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যাও ৩০ লাখ ছাড়াল। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৪৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৯৪ হাজার ২৯৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮ লাখ ১৮ হাজার ৫৩৩। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৮ হাজার ৩১৮ জন। মে মাসের শেষ দিক থেকে ২০ কোটি ১০ লাখ জনসংখ্যার দেশটিতে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ৯০৫ জন। মৃত্যু ছাড়াল ১০ হাজার ॥ আক্রান্তের দিক থেকে বিশ্বে দক্ষিণ আফ্রিকার অবস্থান এখন পঞ্চম। দক্ষিণ আফ্রিকায় মার্চে সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক মারা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৩ হাজার ১৮৮ জনে।
×