ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

খেলতে প্রস্তুত আজারেঙ্কা

প্রকাশিত: ২১:৩৩, ৮ আগস্ট ২০২০

খেলতে প্রস্তুত আজারেঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে কোর্টে ফেরার ইঙ্গিত দিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। সিনসিনাটি মাস্টার্সে অংশগ্রহণকারী খেলোয়াড়দের তালিকায় যে প্রকাশ করা হয়েছে বেলারুশ সুন্দরীর নাম। এর ফলে চলতি বছরে প্রথম কোন টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন দুটি গ্র্যান্ডস্লামের মালিক। ভিক্টোরিয়া আজারেঙ্কা ছাড়াও মহিলা এককে এই টুর্নামেন্টে খেলবেন ভেরা জোনারেভা, সু-উই সিয়ে, এলজা তোমলজানোভিচ, ক্যামিলা জিওর্জি এবং কার্লা সুয়ারেজ নাভারো। সবকিছু সঠিকভাবে এগোলে আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে সিনসিনাটি মাস্টার্স। গত মাসেই একত্রিশ বছর বয়সে পা রেখেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। কিন্তু চলতি মৌসুমে এখন পর্যন্ত কোর্টেই নামেননি বেলারুশের এই প্রতিভাবান খেলোয়াড়। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা সর্বশেষ কোর্টে নেমেছিলেন গত বছরের ইউএস ওপেনে। কিন্তু সেই গল্পটাও ছিল ভক্ত-অনুরাগীদের জন্য চরম হতাশার। মৌসুমের শেষ মেজর এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই যে ছিটকে গিয়েছিলেন আজারেঙ্কা। এরপর চলতি বছরে বিশ্বব্যাপী দেখা দেয় করোনাভাইরাসের প্রভাব। সে জন্য টেনিসের সবধরনের টুর্নামেন্ট স্থগিত রাখা হয়। শুধু তাই নয়, উইম্বলডন তো বাতিলই করা হয়েছে এবার। বৈশ্বিক মহামারী কোভিড-১৯ নামের ভয়ঙ্কর এই ভাইরাসের কারণে দীর্ঘদিন সবধরনের টেনিস টুর্নামেন্ট স্থগিত করার পর গত সপ্তাহেই পালের্মো ওপেন দিয়ে কোর্টে ফিরে খেলোয়াড়রা। কিন্তু মহিলা এককে বড় বড় খেলোয়াড়দের এখনও কোর্টে ফিরতে দেখা যায়নি। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলোতে নিজেদের অনুশীলন এবং ফিট থাকার নানান কৌশল ও কসরতের বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন খেলোয়াড়রা। কিন্তু প্রকৃতপক্ষে টেনিস কোর্টে ফিরতে এখনও ব্যাপক ভয় খেলোয়াড়দের মনে। যে কারণে ইতোমধ্যেই ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন অনেকেই। এই তালিকায় রয়েছে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা এ্যাশলে বার্টির নামও। মূলত করোনাভাইরাসের ভয়েই ইউএস ওপেনের কোর্টে নামতে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।
×