ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই বছর পর টেস্টে ওয়াহাব

প্রকাশিত: ০০:৪৪, ২৯ জুলাই ২০২০

দুই বছর পর টেস্টে ওয়াহাব

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের পর হুট করেই টেস্ট থেকে অবসর নেন মোহাম্মদ আমির। অনির্দিষ্ট কালের জন্য স্বেচ্ছা-বিশ্রামের ঘোষণা দেন অভিজ্ঞ ওয়াহাব রিয়াজ। দুই বাঁহাতি পেসারের অমন সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটে ব্যাপক আলোচনার জন্ম দেয়। দলের কঠিন সময় সেটি সহজভাবে নিতে পারেনি ম্যানেজমেন্ট। ফলে পরবর্তীতে ওয়ানডে-টি২০ থেকেও বাদ পড়েন তারা। উপায়ান্তর না দেখে সম্প্রতি টেস্টে ফেরার আগ্রহ প্রকাশ করেন ওয়াহাব। ফলে ইংল্যান্ড সফরে আসন্ন সিরিজের দীর্ঘ বহরে যুক্ত করা হয় ৩৫ বছর বয়সী এ পেসারকে। ২০ সদস্যের দলে জায়গা করে নিয়ে প্রায় দুই বছর পর টেস্ট প্রত্যাবর্তনের আরও কাছে ওয়াহাব। ইংলিশ কন্ডিশনে অতীত সাফল্যের কারণেই হয়তো তাকে নিয়ে ভাবছেন প্রধান নির্বাচক ও কোচ মিসবাহ-উল হক। ওয়াহাব পাকিস্তানের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৮’র অক্টোবরে। সরফরাজ আহমেদকেও টেস্ট দলে ফেরানো হয়েছে। পাকিস্তান টেস্ট দল ॥ আজহার আলি (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলি, আসাদ শফিক, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইমাম উল হক, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।
×