ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত ॥ ৯ ঘণ্টা পর স্বাভাবিক

প্রকাশিত: ১৯:৫৭, ২৭ জুলাই ২০২০

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত ॥ ৯ ঘণ্টা পর স্বাভাবিক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৬ জুলাই ॥ টাঙ্গাইলে একটি ট্রেনের তিনটি বগি ও একটি ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার প্রায় ৯ ঘণ্টার পর উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি ট্রেন ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের স্টেশনের কাছে পাথাইলকান্দি বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ করে তিনটি বগি ও একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের সহকারী স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, লাইনচ্যুত হওয়ার পর ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন এসে ভোর ৪টা থেকে উদ্ধার কাজ শুরু করে। পরে ওই ট্রেনের বগিগুলো ও ইঞ্জিন উদ্ধার করে সকাল ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক করা হয়। তার এক ঘণ্টা পর নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নীলসাগর’ নামের একটি ট্রেন যাওয়ার মধ্যে দিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়।
×