ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৩:১১, ২৪ জুলাই ২০২০

বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে দেয়াল চাপায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার বংশালের এক বাড়িতে গ্যাসলাইনের বিস্ফোরণে দেয়াল চাপা পড়ে ময়নুল (১) বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা জাবেদ (৩৫), মা শিউলি (২৫) ও বোন জান্নাত (৪) মারাত্মক হয়েছে। পরে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইফিতা গ্রামে। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ পার্থ শংকর পাল জানান, হাসপাতালে ভর্তি শিশু জান্নাতের শরীরের ৬০ শতাংশ, তার মায়ের ১৭ শতাংশ ও বাবার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সকলেরই ইনহিলেশন বার্ন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খনম জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে বংশালের শামছাবাদ লেনের হাবিবুল্লাহ বাহার সড়কের জুম্মন কমিউনিটি সেন্টারের পাশে ৪৪/১ নম্বর দোতলা বাড়ির নিচ তলায় বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরণের ধাক্কায় ভবনের নিচতলার দেয়াল ধসে পড়ে। তাতে চাপা পড়ে ময়নুল নামে এক শিশু ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে বাকিদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়। হাসপাতালে দগ্ধ জাবেদের ফুপু শিউলি বেগম জানান, ভোরের দিকে বংশালের কসাইটুলীর ওই ভবনের নিচতলার বাসায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আমরা সংবাদ শুনে এসেছি। তারা নাকি ঘুমিয়ে ছিল। তিনি জানান, আগুনে তাদের এক বছরের শিশু পুত্র ময়নুল ঘটনাস্থলেই মারা যায়। আরেক সন্তানসহ তার বাবা-মা বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। কিভাবে আগুন লেগেছে। তা তিনি জানতে পারিনি। ধারণা করা হচ্ছে, গ্যাসের থেকে আগুন লেগেছে। বংশাল থানার ওসি শাহীন ফকির জানান, ওই বাসার গ্যাসলাইনের সমস্যা ছিল। কয়েকদিন আগেও একবার ঠিক করা হয়েছিল। কিন্তু আজ (বৃহস্পতিবার) সকালে সেখানে বিস্ফোরণ ঘটে। গ্যাসের চাপে অথবা চুলা জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।
×