ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচলে অচলাবস্থা

প্রকাশিত: ২৩:০৪, ২২ জুলাই ২০২০

কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচলে অচলাবস্থা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২১ জুলাই ॥ কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে পদ্মা নদীর স্রোত আগ্রাসী রূপ ধারণ করেছে। স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ৫ দিনেও ফেরি চলাচল স্বাভাবিক না হওয়ায় ঘাটে পণ্যবাহী ট্রাকের লাইন দীর্ঘ হচ্ছে। তীব্র স্রোত, ঘূর্ণিস্রোত এবং চ্যানেল মুখে ডুবোচর জেগে ওঠার কারণে দিনের বেলায় ৫-৬টা ফেরি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ফেরি পারাপারে লোড-আনলোড করতে সময় লাগছে প্রায় ৭ ঘণ্টা। দুর্ঘটনা এড়াতে রাতে ফেরি চলাচল বন্ধ করে রাখা হচ্ছে। ফেরি স্বল্পতার কারণে প্রতিদিন ঘাটে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত উভয় ঘাটে সহস্রাধিক গাড়ি আটকে ছিল। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকেরা পড়েছেন চরম দুর্ভোগে। পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী পরিবহনগুলোকে মাইকিং করে বিকল্প পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছে ট্রাফিক পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ। ফরিদপুরের ভাঙ্গা বিশ্ব রোডের মোড় থেকে ট্রাফিক পুলিশ পণ্যবাহী ট্রাক দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহারের পরামর্শ দিচ্ছে।
×