ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে, আক্রান্ত বেড়েছে

প্রকাশিত: ২২:৪৭, ২২ জুলাই ২০২০

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু কমেছে, আক্রান্ত বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪১ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছেন নতুন ৩০৫৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৭০৯ এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ১০ হাজার ৫১০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ১৮৪১ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ লাখ ১৫ হাজার ৩৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৯৮টিসহ এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত রোগী বিবেচনায় এ পর্যন্ত সুস্থতার হার ৫৪ দশমিক ৮২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। মঙ্গলবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩৪ জন পুরুষ এবং সাতজন নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে একজন, রাজশাহী বিভাগে পাঁচজন এবং খুলনা বিভাগে পাঁচজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ১০ জন। নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭১০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৬৭১ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৫১ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ২৫ হাজার ৯ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৪৩ হাজার ৬৮০ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে দুই হাজার ২২ জনকে। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে চার লাখ ১৪ হাজার ৫০৩ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন দুই হাজার ৩৭৫ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন তিন লাখ ৫৫ হাজার ৪২৪ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৫৯ হাজার ৭৯ জন।
×