ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

প্রকাশিত: ২৩:৪৩, ১৭ জুলাই ২০২০

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। রাজধানী পল্লবী বিহারি ক্যাম্পে ও বাড্ডা এলাকায় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর নিজ প্রাইভেটকারের দুর্ঘটনায় পতিত হয়ে মোঃ ফয়সল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের বাবার নাম শফিকুল হক। গ্রামের বাড়ি পাবনা সদর উপজেলার গোপালপুর কাচারি পাড়া গ্রামে। তিনি উত্তরা ৬ নম্বর সেক্টরে থাকতেন। বায়িং হাউজের ব্যবসায়ী ছিলেন তিনি। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মশিউর আলম জানান, বৃহস্পতিবার ভোরে উত্তরা ৬ নম্বর সেক্টরের বাসা থেকে ফয়সল নিজে প্রাইভেটকার চালিয়ে বিমানবন্দর পদ্মা অয়েলের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পদ্মা অয়েলের সামনে থামিয়ে রাখা একটি কার্গো পরিবহনের সঙ্গে পেছন থেকে সজোরে ধাক্কা লাগে ফয়সালের প্রাইভেটকারটির। এতে ফয়সাল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বুধবার গভীররাতে উত্তরা ৬ নম্বর সামনে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত (৩০) এক নারী মৃত্যু হয়েছে। উত্তরা পূর্ব থানার উপপরিদশর্ক (এসআই) পলাশ চন্দ্র সরকার জানান, বুধবার রাতে উত্তরা ৬ নম্বর সেক্টরের রাজ্জাক স্কুলের সামনে সড়ক রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই নারী। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি একটি মাইক্রোবাসের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। আশপাশের ভবন থেকে সিসিটিভি ফুটেজ নিয়ে ঘাতক মাইক্রোবাসটি চিহ্নিত করা চেষ্টা চলছে। তিনি জানান, বৃহস্পতিবার ওই মহিলার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ বুধবার গভীরররাতে রাজধানী পল্লবী বিহারি ক্যাম্পে ও বাড্ডা এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪০০ ইয়াবা ও গুলিভর্তি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পের এডিসি কলোনি থেকে গুলিভর্তি বিদেশী রিভলবার ও ইয়াবাসহ আলী নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই হাজার ৬২০ পিস উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। রাজধানী বাড্ডায় ২০০ পিস ইয়াবাসহ মোঃ বাবুল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম জানান, বুধবার গভীররাতে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবুল পুলিশকে জানায়, দীর্ঘদিন ধরে সে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বাড্ডা থানা এলাকায় বিক্রয় করে আসছেন। এ ঘটনা বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
×