ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে সেনা গাড়িবহরে হামলা, নিহত ৮

প্রকাশিত: ০০:৫৬, ১৫ জুলাই ২০২০

পাকিস্তানে সেনা গাড়িবহরে হামলা, নিহত ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাঞ্জগুর জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত আটজন, আহত হয়েছেন আরও পাঁচ সেনা। মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী গিচাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল- জাজিরার। এখন পর্যন্ত কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এতে বেলুচ স্বাধীনতাকামী বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক দশক ধরেই বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের সঙ্গে লড়াই চলছে পাকিস্তান সেনাদের। আকারে দেশটির সবচেয়ে বড় প্রদেশ হলেও বেলুচিস্তানের জনসংখ্যা বেশ কম। স্বাধীনতাকামীদের দাবি, পাকিস্তান সরকার অঞ্চলটির মূল্যবান প্রকৃতিক সম্পদ তুলে নিলেও স্থানীয়দের উন্নয়নে তার যথাযথ ব্যবহার করছে না।
×