ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনামুক্ত হলেন মাশরাফি

প্রকাশিত: ০০:৫৪, ১৫ জুলাই ২০২০

করোনামুক্ত হলেন মাশরাফি

মোঃ মামুন রশীদ ॥ করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। ২০ জুন আক্রান্ত হওয়ার ঠিক ২৪ দিন পর কোভিড-১৯ নেগেটিভ হলেন তিনি। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের করোনা মুক্তির খবর জানিয়েছেন মাশরাফি। সেই সঙ্গে জানিয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমি এখনও করোনা পজিটিভ আছেন। কিন্তু শারীরিকভাবে সুস্থই আছেন সুমি, তার জন্য দোয়া চেয়েছেন মাশরাফি। তার সঙ্গে সঙ্গে ছোট ভাই মোরসালিন বিন মর্তুজাও করোনামুক্ত হয়েছেন, তার ফলও নেগেটিভ এসেছে। মাশরাফির পরিবারে করোনার আঘাত আসে তার শাশুড়ি ও স্ত্রীর বোনের মেয়ের করোনা পজিটিভ হওয়ার মাধ্যমে। এরপর গত ২০ জুন মাশরাফিও করোনা পজিটিভ হন। মূলত করোনাভাইরাস সংক্রমণে দেশের অসহায় মানুষদের সহায়তায় বিভিন্ন সেবামূলক কাজ এবং সাহায্য-সহায়তার পাশাপাশি নানা উদ্যোগে শামিল ছিলেন মাশরাফি। জনপ্রতিনিধি হিসেবে আরও বেশিই জনসাধারণের কাছাকাছি যেতে হয়েছে এবং সংসদ অধিবেশনেও যোগ দিতে হয়েছে। আর এসব করতে গিয়েই আক্রান্ত হন তিনি। এরপর রাজধানী ঢাকাতেই নিজ বাসায় থেকে চিকিৎসকদের পরামর্শ অনুসারে চিকিৎসা নিয়েছেন। সে সময় তার সঙ্গে থাকা ছোট ভাই মোরসালিন, স্ত্রী সুমি, দুই সন্তান হোমায়রা ও সাহিলেরও কোভিড-১৯ টেস্ট করিয়েছিলেন মাশরাফি। তবে তিনি ব্যতীত বাকি সবার টেস্ট নেগেটিভ আসে। এরপরই দুই সন্তানকে নড়াইলে পাঠিয়ে দেন করোনা থেকে সুরক্ষার জন্য। ইতোমধ্যে তার শাশুড়ি এবং স্ত্রীর ভাগনি করোনামুক্ত হন। মাশরাফির চিকিৎসার বিষয়ে সবসময় প্রয়োজনীয় খোঁজখবর ও পরামর্শ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এবিএম আব্দুল্লাহ। চিকিৎসকদের পরামর্শ অনুসারেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে করণীয়গুলো পালন করে গেছেন মাশরাফি। তবে তার সেবায় একই বাসায় ছিলেন ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমি। এতে করে তারাও পরবর্তীতে করোনায় আক্রান্ত হন। মাশরাফির ছোট ভাই মোরসালিন ২৩ জুন ও স্ত্রী সুমি ২৫ জুন করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় দ্বিতীয়বার করোনা টেস্ট করেও পজিটিভ হন মাশরাফি। সর্বশেষ গত রবিবার আরেকটি টেস্ট করিয়ে অবশেষে ফল নেগেটিভ আসে তার। শারীরিকভাবে পুরোটা সময়ই তেমন বড় ধরনের কোন জটিলতায় ভোগেননি মাশরাফি। তবে আরেকবার টেস্ট করানোর জন্য অপেক্ষায় ছিলেন মোরসালিন ও স্ত্রী সুমির জন্য। রবিবার একসঙ্গে তিনজনই পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। মঙ্গলবার রাতে সেটার ফল আসে। মাশরাফি ও মোরাসালিন নেগেটিভ ফলাফল পেলেও সুমি এখনও পজিটিভ। এ বিষয়ে মাশরাফি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনা ভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভাল আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।’ সেই সঙ্গে দেশের করোনা আক্রান্তদের কিংবা যারা সংক্রমণের ঝুঁকিতে আতঙ্কে আছেন, তাদের জন্যও মাশরাফি সাহসী হওয়ার বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভাল থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’
×