ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা ও উপসর্গ নিয়ে স্বাস্থ্যকর্মীসহ ১১ জনের মৃত্যু

প্রকাশিত: ২৩:২৩, ১৫ জুলাই ২০২০

করোনা ও উপসর্গ নিয়ে স্বাস্থ্যকর্মীসহ ১১ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনায় ও করোনার উপসর্গ জ্বর, সর্দিকাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে দেশে কমপক্ষে আরও এগারো জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনায় নারী ও যুবকসহ চারজন, সাতক্ষীরায় যুবক, ফরিদপুরে বৃদ্ধ, নড়াইল সদর হাসপাতালে একজন, বগুড়ায় শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসের এক মুহুরী, সিলেটে বৃদ্ধ, দিনাজপুরে একজন এবং নওগাঁর পতœীতলায় এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়। এদিকে দেশে করোনা আক্রান্তের সংখ্যা থামছেই না। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে ২৬, চাঁদপুরে ৪২, নড়াইলে ৩২ জন, মাগুরায় ২২, নওগাঁয় তিনজন, গাইবান্ধায় সাত, ঝালকাঠিতে ১০ ও লক্ষ্মীপুরে আটজন। সোমবার রাত ও মঙ্গলবার এসব তথ্য জানা গেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। খুলনায় করোনায় একজনের এবং করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার করোনা সাসপেক্টেড ওয়ার্ডের মুখপাত্র ডাঃ মিজানুর রহমান জানান, সোমবার রাত সোয়া ১২টার দিকে নগরীর মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী (৫৮) করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া খালিশপুর থানার নয়াবাটি এলাকার বাসিন্দা আব্দুল হালিম (৩৭) জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সোমবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২টায় তার মৃত্যু হয়। সোমবার রাতে করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় খুরশিদা আক্তার (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর রামচন্দ্র দাস লেনের মোল্লা আলিম হোসেনের স্ত্রী। যশোরের মনিরামপুরের মাহাদেবপুর এলাকার বাসিন্দা মতিয়ার (৪৫) করোনার উপসর্গ নিয়ে সোমবার রাতে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। ওই রাতেই তিনি মারা যান। একই রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যশোর শহরের বাসিন্দা দিলীপ রায় (৬৪)। তিনি সোমবার বিকেলে খুমেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। করোনা উপসর্গে মৃতদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।
×