ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ৩শ’ নেতাকর্মী গ্রেফতার আতঙ্কে

প্রকাশিত: ০০:৫৩, ১২ জুলাই ২০২০

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ৩শ’ নেতাকর্মী গ্রেফতার আতঙ্কে

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলা ছাত্রলীগের এক সিনিয়র নেতা অত্যন্ত পরিতাপের সঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে - ‘সে বিএনপি অধ্যুষিত এলাকায় বসবাস করে সারাজীবন ছাত্রলীগের কর্মকা-ে জড়িত থেকেছে, কিন্তু ্িবএনপি কোনদিন তার নামে মামলা দিতে সাহস করেনি। অথচ নিজ সংগঠনের প্রতিপক্ষ তার বিরুদ্ধে মামলা দিয়েছে। সে পুলিশের গ্রেফতারের ভয়ে পালিয়ে থাকে। গত চারদিন যাবত সরকারী দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে দফায় দফায় সংঘর্ষ ও হত্যাকা-ের ঘটনায় দায়ের করা পাঁচ মামলায় এ পর্যন্ত ৩১ জনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় তিন শ’ নেতাকর্মীর নামে থানায় মামলা ঝুলছে। গত ৭ জুলাই সন্ধ্যায় সিরাজগঞ্জে জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে বিবদমান দুই গ্রুপের মধ্যে প্রায় এক ঘণ্টা স্থায়ী সংঘর্ষে উভয় গ্রুপ রামদা ফলা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরাও জড়িয়ে পড়ে। জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও কামারখন্দ হাজী কোরপ আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি মুজিব আদর্শের লড়াকু সৈনিক তরুণ ছাত্রনেতা এনামুল হক বিজয় নিজ সংগঠনের প্রতিপক্ষের হামলার নিহত হবার ঘটনায় তার আত্মার মাগফিরাত কামনায় জেলা আওয়ামী লীগ অফিসে ছাত্রলীগের পক্ষ থেকে ৭ জুলাই দোয়া মাহফিলের আয়োজন করা হয় বাদ আছর। দোয়া অনুষ্ঠান শুরু হবার ঠিক আগ মুহূর্তে বিকেল সোয়া পাঁচটায় জেলা ছাত্রলীগের সভাপতি তার নিজস্ব একটি গ্রুপ নিয়ে পার্টি অফিসে প্রবেশের মুখে সাধারণ কর্মীদের তোপের মুখে পড়ে। শুরু হয় সংঘর্ষ। এ ঘটনার পর উভয় গ্রপ থেকে ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা সংগঠনের ৪৯ নেতাকর্মীর নামে মামলা করেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ মামলা করে ৭০ জনের নামে। এছাড়াও রাশেদ খান নামের ছাত্রলীগের এক মধ্যম সারির নেতা মামলা করেছে ৮১ জনের নামে। ওই সংঘর্ষে আহত যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হকের স্ত্রী মুক্তা মণিও থানায় একটি মামলা করেছেন। এছাড়াও নিহত এনামুল হক বিজয় হত্যা মামলায় নিজ সংগঠনের নামীয় ৫ নেতাকর্মীসহ আসামি রয়েছেন প্রায় ১০ জন। সব মিলিয়ে জেলা শহরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় তিন শ’ নেতাকর্মীর নামে থানায় মামলা ঝুলছে। এ সব মামলায় পুলিশ ৩১ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
×