ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় প্রকৌশলী অতিরিক্ত সচিবের মৃত্যু

প্রকাশিত: ২২:৫৮, ১২ জুলাই ২০২০

করোনায় প্রকৌশলী অতিরিক্ত সচিবের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১১ জন এবং করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লক্ষ্মীপুরে ৫ জন, নারায়ণগঞ্জে একজন, বগুড়ায় ২ জন, ফরিদপুরে একজন, নওগাঁয় একজন, নড়াইলে একজন, বাগেরহাটে একজন এবং বরগুনায় একজন রয়েছেন। বিভিন্ন জেলায় করোনায় মারা যাওয়া এসব ব্যক্তির মধ্যে প্রকৌশলী, অতিরিক্ত সচিব, জাপা নেতা ও পল্লী চিকিৎসক রয়েছেন। করোনার কারণে শনিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় যাদের শরীরে করোনার লক্ষণ পাওয়া যায়নি এমন ৪৫ জনকে কোয়ারেন্টাইন শেষে মুক্ত করে দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে যাদের শরীরে করোনা আছে বলে সন্দেহ করা হয়েছে এমন ১৬ জনের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় করোনার লক্ষণ পাওয়ায় অনেক গ্রামের বাড়িঘর, দোকানপাট ও এলাকা বন্ধ রাখা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জাপা নেতার মৃত্যু ॥ প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক একান্ত সচিব ও দলের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট-এর সাবেক চেয়ারম্যান মেজর (অব) খালেদ আখতার শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন সেখানে ভর্তি ছিলেন। এরশাদ ও জিএম কাদেরের আপন এই ভাতিজা দীর্ঘদিন দলের প্রভাবশালী অবস্থানে ছিলেন।
×