ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢামেকের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ২১:৩৯, ১১ জুলাই ২০২০

ঢামেকের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ করোনা ক্রান্তিকালে সাদামাটাভাবে ঢাকা মেডিক্যাল কলেজের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শুক্রবার। ১৯৪৬ সালের এই দিনে ঢাকা মেডিক্যাল কলেজের যাত্রা শুরু হয়। কালের পরিক্রমায় ৭৫ বছর পেরিয়ে গেছে প্রতিষ্ঠানটির। এ বছর দিবসটি বর্ণিল আয়োজনের মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উদ্যাপনের কথা থাকলেও মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি বিবেচনায় সাদামাটাভাবে পালিত হচ্ছে। অন্যান্য বছর কেক কেটে দিবসটি উদ্যাপন শুরু হলেও এবার স্বাস্থ্যবিধি মেনে স্বল্পসংখ্যক এ্যালামনাই সদস্য ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে মিলিত হন। শুক্রবার সকালে জাতীয় পতাকা ও এ্যালামনাই ট্রাস্টের পতাকা উত্তোলনের মাধ্যমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ঢামেক অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদের কাছে এ্যালামনাইয়ের পক্ষ থেকে কলেজ শিক্ষার্থীদের কল্যাণে চেক হস্তান্তর এবং স্বাস্থ্যকর্মীদের এন-৯৫ মাস্ক দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যালামনাই চেয়ারম্যান অধ্যাপক কাজী শহিদুল আলম, ভাইস চেয়ারম্যান ডাঃ জামাল উদ্দীন চৌধুরী, কলেজ প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ খান আবুল কালাম আজাদ, অধ্যাপক ডাঃ আমজাদ হোসেন ,ডাঃ মোজাম্মেল হোসেন খান, ডাঃ আব্দুল হানিফ টাবলু, অধ্যাপক ডাঃ শেখ নুরুল ফাত্তাহ রুমিসহ অনেকে। কলেজ অধ্যক্ষ মোনাজাত করেন। মোনাজাতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ যারা এই করোনাকালে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
×