ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সতেজ থাকতে থেরাপি নিচ্ছেন বেনজেমা

প্রকাশিত: ০০:২৫, ১০ জুলাই ২০২০

সতেজ থাকতে থেরাপি নিচ্ছেন বেনজেমা

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী তারকা করিম বেনজেমার দুর্দান্ত পারফর্মেন্সে ভর করে তিন বছর পর স্প্যানিশ লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের পথে আছে রিয়াল মাদ্রিদ। প্রায় প্রতি ম্যাচেই গ্যালাক্টিকোদের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো সান্টিয়াগো বার্নাব্যু ছাড়ার পর লস ব্লাঙ্কোসদের আশা-ভরসার প্রতীক হয়ে ওঠেছেন ৩২ বছর বয়সী এই তারকা। বেনজেমার সাফল্যের প্রধান নিয়ামক দুর্দান্ত ফিটনেস। এ জন্য তিনি অনুশীলনে কোন ঘাটতি রাখেন না। শুধু তাই নয় নিচ্ছেন ভ্যাকুয়াম থেরাপিও। স্বাস্থ্য রক্ষা ও সুস্থ থাকতে এই থেরাপি অত্যন্ত কার্যকরী। এটি চাইনিজদের ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতি। যা শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়। মাঠের তারকাদের ফিট থাকতে এই চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে ২০১৭ সালেও ভ্যাকুয়াম থেরাপি নিয়েছিলেন বেনজেমা। এবার এই চিকিৎসা নেয়ার কিছু আকর্ষণীয় ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রিয়াল তারকা। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে ৩২ বছর বয়সী ফরোয়ার্ড লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’ চলমান ২০১৯-২০ মৌসুমের লা লিগায় ১৭ গোল নিয়ে শীর্ষ স্কোরারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বেনজেমা। তারচেয়ে ৫ গোল বেশি নিয়ে শীর্ষে বার্সা ফরোয়ার্ড লিওনেল মেসি। ইতোমধ্যে পুসকাসকে হটিয়ে রিয়ালের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছেন বেনজেমা। রিয়ালে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪টি। আর পুসকাসের গোল ২৪২টি। তবে গোলগড় হিসেব করলে হাঙ্গেরিয়ান স্ট্রাইকার থেকে অনেকটাই পিছিয়ে তিনি। রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে বেনজেমা ৫০৮ ম্যাচে করেছেন ২৪৪ গোল। আর পুসকাস ২৬২ ম্যাচেই করেন ২৪২ গোল। রিয়ালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সবার ওপরে আছেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গ্যালাক্টিকোদের হয়ে সিআর সেভেনের গোল ৪৫০টি। ৩২৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে স্পেনের রাউল গঞ্জালেস। আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো (৩০৮ গোল) তিনে এবং চারে আছেন সাবেক স্প্যানিশ স্ট্রাইকার সান্টিয়ানা (২৯০ গোল)।
×