ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রোমান সানা শর্তসাপেক্ষে বিশ্ব আরচ্যারি থেকে অনুদান পাচ্ছেন

প্রকাশিত: ২০:১৬, ৭ জুলাই ২০২০

রোমান সানা শর্তসাপেক্ষে বিশ্ব আরচ্যারি থেকে অনুদান পাচ্ছেন

স্পোর্টস রিপোর্টার ॥ রোমান সানা নিঃসন্দেহে এসময়ের তীর-ধনুর্বাণের ইতিহাস গড়া একমাত্র কারিগর। কিন্তু করোনাকালের সংকটময় ক্ষণে প্রায় সব খেলাধুলার মতো বন্ধ আছে আরচারিও। ফলে সমস্যায় আছেন বিশ্বের সব তীরন্দাজরা। ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট বন্ধ, ফলে তাদের আয়-রোজগারও বন্ধ। ফলে স্বভাবতই দিশেহারা হয়ে পড়েছেন তারা। তবে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্ব আরচারি ফাউন্ডেশন। তারা বিশ্বের নানান দেশের আরচারদের অর্থ সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় আছে বাংলাদেশের জাতীয় ও শীর্ষ তীরন্দাজ রোমান সানার নামটিও। তিনি পাবেন পাঁচ হাজার ইউএস ডলার (বাংলাদেশি মুদ্রায় যা ৪ লাখ টাকার কিছু বেশি)। জানা গেছে অতি শিগগিরই এ টাকা চলে আসবে রোমানের ব্যাংক এ্যাকাউন্টে। তবে এজন্য কিছু ফর্মালিটিজ শেষ করতে হবে তাকে। তবে রোমানকে এই অর্থ এমনিতেই দেয়া হচ্ছে না। এখানে একটি শর্তও আছে। সেটা হচ্ছ-এই টাকার ৮০ শতাংশ অর্থাৎ প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা খরচ করতে হবে আরচারি সংশ্লিষ্ট কাজে। বাকিটা খরচ করা যাবে ব্যক্তিগত প্রয়োজনে। শর্ত মেনে এখন রোমান মনস্থির করেছেন নিজের মায়ের চিকিৎসার জন্যই বাকি ২০ শতাংশ অর্থ খরচ করবেন। এ অনুদানের ব্যাপারে রোমান গত মাসে আবেদন করেছিলেন। যার নিশ্চয়তা এসেছে সপ্তাহখানেক আগে।
×