ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢামেকের ২০ কোটি টাকা খাওয়ার ব্যয় তদন্ত করা হবে

প্রকাশিত: ২২:৩৩, ৩ জুলাই ২০২০

ঢামেকের ২০ কোটি টাকা খাওয়ার ব্যয় তদন্ত করা হবে

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আবদুল মান্নান বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ কোটি টাকা খাওয়ার ব্যয় তদন্ত করে দেখা হবে। এখনও পর্যন্ত হোটেল থাকা খাওয়া অন্যান্য বিল ভাউচার মন্ত্রণালয়ে পৌঁছেনি। কোন অনিয়ম হয়ে থাকলে তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রথমবারের মতো ঢামেক হাসপাতাল সরেজমিন পরিদর্শন শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে নিয়োগের পর এটাই তার প্রথম ঢামেক হাসপাতাল পরিদর্শন। হাসপাতালের পরিদর্শনের আসার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীরা কেমন আছে, চিকিৎসা সেবার সঙ্গে জড়িত চিকিৎসক-নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কেমন আছেন। তা সরেজমিন এসে দেখা এবং জানাই ছিল মূল উদ্দেশ্য। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনসহ চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে তিনি চিকিৎসা ব্যবস্থাপনায় কী কী সমস্যা হয়েছে এবং উত্তরণের পথ জেনে নেন। এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আলাউদ্দিন আল আজাদ জনকণ্ঠকে জানান, দুপুর আড়াইটার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আবদুল মান্নান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসেন। তিনি হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন সঙ্গে কথা বলেন। তিনি করোনা রোগী চিকিৎসা সেবা কেমন হচ্ছে তা জানতে চান। তিনি হাসপাতালেরর জনবলের কাঠামো হিসেব নেন। এ সময় হাসপাতালের পরিচালক নাসির উদ্দিন জানান, গত দুই মাসে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত ছিলেন চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং আনসার সদস্যসহ মোট ৩,৬৮৮ জন। তিনি জানান, মহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক-নার্স, তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী এবং আনসার সদস্যসহ সর্বমোট ৪৬৭ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন। তারা সবাই এখন সুস্থ হয়ে আবার কাজে ফিরেছেন। এ সময় হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২ মে থেকে ঢাকা মেডিক্যালে করোনা ইউনিট চালু করার পর থেকে আজ পর্যন্ত ৩৯০৪ রোগী ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে পুরুষ ২৪৩২ ও নারী ১৪৭২। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৫৮০ রোগী। তিনি জানান, করোনা পজিটিভ ১৫৮৯ জনের মধ্যে মৃত্যুবরণ করেছে ২১০ রোগী। এই হিসাবে করোনায় আক্রান্ত হয়ে এই হাসপাতালে মৃত্যুর গড় ১৩.৫৯ শতাংশ ও সুস্থ হয়ে বাড়ি ফেরার গড় ৮৮.২৭ শতাংশ।
×